Advertisment

প্রেমে বাদ সাধছে প্রেসিডেন্সি, কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ পড়ুয়াদের

কলেজ আর প্রেম! এব্যাপারে কম-বেশি অনেকেরই অভিজ্ঞতা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
alleged obstruction of love at presidency university

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

কলেজ আর প্রেম! এব্যাপারে কম-বেশি অনেকেরই অভিজ্ঞতা রয়েছে। জীবনের এই পর্বে ভালো লাগা-ভালোবাসার বিষয়টিও বেশ যেন রঙিন হয়ে ওঠে। তবে এবার এই কলেজ প্রেমেই বাদ সেধেছে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। রীতিমতো ছাত্রছাত্রীদের ডেকে পাঠিয়ে তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলে সতর্ক করা হচ্ছে। এমনকী অভিযোগ, কয়েকজন পড়ুয়ার নাকি কাউন্সেলিং পর্যন্ত হয়েছে।

Advertisment

গত শুক্রবারই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে যায়। কলকাতা শহরের নামজাদা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পড়ুয়াদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এব্যাপারে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। একাধিক অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন- সন্দেহের বশে তরুণীকে নৃশংস খুন! দেখে ফেলায় জ্যেঠিমার সঙ্গেও চরম-কাণ্ড প্রেমিকের

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কর্তৃপক্ষ। অধিকাংশ পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে প্রেম করলেই চলছে ধরপাকড়। এমনকী প্রেমিক-প্রেমিকাদের বাড়ির লোকজনকে ডেকেও সতর্ক করে দেওয়া হচ্ছে। কারও কারও কাউন্সেলিং পর্যন্ত করাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছে বিশ্ববিদ্যালয়, উঠছে এমনই অভিযোগ।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে পুরোমাত্রায় ঢুকে পড়েছে বর্ষা, আজ থেকে টানা ক’দিন তুমুল বৃষ্টি?

যদিও পড়ুয়ারা যে অভিযোগ করেছেন তা মেনে নিতে নারাজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই কয়েকজন পড়ুয়াকে ঘনিষ্ঠ অবস্থায় মেলামেশা করতে দেখা গিয়েছে। সেই কারণেই কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পড়ুয়া স্বার্থেই তাঁদের ডেকে সতর্ক করা হয়েছে। এমনকী তাঁদের অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠিয়েও বিষয়টি জানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে 'নীতি পুলিশের' যে অভিযোগ উঠেছে তা সত্য নয় বলেই তাঁরা দাবি করেছেন।

Presidency University love kolkata news West Bengal
Advertisment