scorecardresearch

অনুব্রতর গড়ে সক্রিয় পিকে-র লোক! সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ

সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ পড়ে মুখ ঢাকলেন পিকে-র কর্মী।

Allegedly pk-s team members are going to tmc office at Birbhum in a government car , বীরভূমে সরকারি গাড়ি চড়ে পিকের দলের সদস্যরা তৃণমূলের দফতরে যাচ্ছে বলে অভিযোগ
এই গাড়িতেই নাকি ঘোরাঘুরি করছেন টিম পিকে-র লোকেরা। ছবি- আশিস মণ্ডল

তৃণমূলের সভায় অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন পিকের লোক। তারপর সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ পড়ে মুখ ঢাকলেন পিকে-র কর্মী। কোনও মতে ছুটে ঢুকলেন পার্টি অফিসে। শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুরারইয়ে।

শনিবার বিকেলে মুরারই দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকের টিমের সদস্যরা। বৈঠকে সবুজ রঙের গাড়িতে আসেন পিকের টিমের সদস্যরা। গাড়ির সামনে লালকালিতে লেখা ছিল “অন ডিউটি। গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল”। বোর্ডে ছিল অশোক স্তম্ভে-ও। সেখানে অশোকস্তম্ভের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন- চরম বিপদে বীরভূমের ‘বাঘ’, বাংলা ছেড়ে যাওয়া প্রায় নিশ্চিত

নিয়ম রয়েছে অশোকস্তম্ভ সবার উর্ধ্বে থাকবে। কিন্তু এক্ষেত্রে অশোকস্তম্ভের মাথায় লেখা হয়েছে “অন ডিউটি”। অশোকস্তম্ভের নিচে নেই “সত্য মেব জয়তে”। সভা শেষে পিকের কর্মীদের প্রশ্ন করা হলে তিনি ছুটে দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। গাড়িও লুকোচুরি খেলতে শুরু করে। শেষে দলীয় কর্মীদের বাধায় সংবাদমাধ্যম এলাকা ছাড়তে বাধ্য হয়।

টিম পিকে-র গাড়ির চালক সুশান্ত দাস বলেন, “আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি। পিকের লোক গাড়িতে যাতায়াত করে। কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারব না”।

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “এটা এভাবেই বিধানসভা নির্বাচনের সময় সরকারি কর্মী সেজে গণনা কেন্দ্রে ঢুকে ভোট লুঠ করেছে। চুরি ডাকাতি ছাড়া এরা ক্ষমতায় থাকতে পারে না। আমরা আইনের দ্বারস্থ হন”।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Allegedly pk s team members are going to tmc office at birbhum in a government car