Advertisment

BJP: অর্জুনের সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন পদ্ম শিবিরে, কে তিনি?

Lok Sabha Election 2024: ফুল বদলাচ্ছেন, কিন্তু প্রার্থী হতে পারবেন তো?

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Live Updates, লোকসভা ভোট ২০২৪ লাইভ আপডেটস

BJP Chaos: কী অভিযোগ গেরুয়া বিধায়কের বিরুদ্ধে?

TMC To BJP: ২২ মাস পর ঘরওয়াপসি হচ্ছে অর্জুন সিংয়ের। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে শুক্রবার বিজেপিতে যোগ দেবেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। এদিন তাঁর বিজেপিতে ফেরার খবর ঘোষণার সময়ই অর্জুন দাবি করেছেন যে, তাঁর সঙ্গেই তৃণমূলের আরও এর নেতা গেরুয়া শিবিরের নাম লেখাবেন। তাপস রায়, অর্জুন সিংয়ের পর আর কে ফুল বদব ল করবেন? তা নিয়ে জল্পনা চলে।

Advertisment

অর্জুন সিংয়ের ঘোষণার ঘন্টাখানেক পর রহস্য ফাঁস হল। জানা গিয়েছে, তমলুকের বিদায়ী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী শুক্রবার বিজেপিতে যোগ দেবেন। ব্যারাকপুরের সাংসদের সঙ্গে আতই তিনি রাজধানী যাচ্ছেন। দিব্যেন্দু সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছোট ছেলে।

আরও পড়ুন- Arjun Singh: অর্জুনের ‘পদ্ম-প্রেম’ রুখতে আপ্রাণ চেষ্টা! নাড্ডাদের ‘কান ভাঙাতে’ আসরে কে? জানলে আশ্চর্য হবেন!

গুঞ্জন যে, তমলুক লোকসভা আসনে এবার বিজেপি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে। ইতিমধ্যেই তমলুক, নন্দীগ্রাম ঘুরে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। অভিজিৎবাবু শান্তিকুঞ্জে গিয়ে বর্ষীয়ান শিশির অধিকারীর সঙ্গেও দেখা করেন। রটনা সত্যি হলে তমলুকে দিব্যেন্দুর প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। এখন দেখার তমলুক, নাকি বাংলার অন্য কোনও লোকসভা কেন্দ্র থেকে দিব্যেন্দুকে পদ্ম বাহিনী প্রার্থী করে কিনা।

আরও পড়ুন- Mamata VS Suvendu: ‘আমি ইস্তফা দেব, না হলে আপনি দেবেন তো?’ মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর!

২০১৯ সালে তমলুক থেকে জোড়াফুল প্রতীকে লড়ে জয় পেয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। এরপর ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই পূর্ব মেদিনীপুরের কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে। দিব্যেন্দুর বাবা তথা কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের বাগযুদ্ধে সরগরম থেকেছে রাজ্য রাজনীতি। সেই সময় বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভাতেও দেখা গিয়েছিল বর্ষীয়ান শিশিরকে। শিশির এবং দিব্যেন্দুর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন করে তৃণমূলের সংসদীয় দল। সেই সময় থেকেই তৃণমূলে  'নিষ্ক্রিয়' তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এই প্রেক্ষাপটে গত জানুয়ারি মাসে লোকসভা ভোটে ফের লড়াই প্রসঙ্গে দিব্যেন্দু দাবি করেছিলেন, তিনি ভোটে দাঁড়াবেন না। আর দাঁড়ালেও তাঁকে আগাম প্রস্তুতি নিতে হবে না। প্রতিদ্বন্দ্বিতা করলে কোন প্রতীকে লড়াই করবেন? জবাব এড়িয়ে যান শুভেন্দুর সহদর।

Dibyendu Adhikari Arjun Singh Suvendu Adhikari tmc bjp loksabha election 2024 Tamluk
Advertisment