/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/heat-wave.jpg)
Kolkata Weather Today: ভ্যাপসা গরমে দুর্ভোগ বাড়বে কলকাতাতেও।
IMD Weather Update Today April 2: চলতি চৈত্রেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে বঙ্গের তাপমাত্রা (temperature)। সোমবার থেকে গরম আরও বাড়বে। গতকালই রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও তারপর থেকে আগামী চার-পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ৪০-৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এসপ্তাহেই কলকাতা শহরের তাপমাত্রাও পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরও একটি অক্ষরেখা রয়েছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গে আজও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলায়। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝড়ের (Storm) সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকালও ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে।
এদিকে, গতকালই শহর কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও বাড়বে। এই সপ্তাহের শেষের দিকেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।