scorecardresearch

অম্বিকেশের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা! নয়া বিড়ম্বনায় অধ্যাপক

ব্যঙ্গচিত্র মামলায় অব্যাহতি পেলেও ফের বিপাকে অধ্যাপক।

AMBIKESH_MAHAPATRA
অম্বিকেশ মহাপাত্র। ছবি- শশী ঘোষ

দীর্ঘ ১১ বছর ধরে চলেছিল ব্যঙ্গচিত্র মামলা। সম্প্রতি সেই মামলা থেকে অব্যাহতি পেলেও নয়া গেরোয় ফেঁসেছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। পাসপোর্ট রিনিউ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। জানতে পেরেছেন, ২০১৬ সালে হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। তাঁকে জানিয়েছেন থানার এক পুলিশ আধিকারিক। তাই পাসপোর্ট রিনিউ করতে পারছেন না তিনি।

উল্লেখ্য, ২০১২ সাল ব্যঙ্গচিত্র কাণ্ডে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অধ্যাপক। কিন্তু ২০১৬ সালের একটি ছিনতাই এবং বচসা মামলায় তিনি বিপাকে পড়েছেন। ১৮ জানুয়ারি ব্যঙ্গচিত্র মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অম্বিকেশ। সেই মামলার সার্টিফায়েড কপি দিয়ে তিনি ১০ বছরের জন্য পাসপোর্ট রিনিউয়ের আবেদন করেন। পঞ্চসায়র থানার এক পুলিশ আধিকারিক এসে জানান, হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে। ২০১৮ সালে আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়।

আরও পড়ুন শুধু প্রাথমিকের নিয়োগ দুর্নীতির অঙ্কই ১০০ কোটি! আদালতে বিস্ফোরক দাবি করল ED

অম্বিকেশ জানিয়েছেন. হরিদেবপুরে ২০১৬ সালের ৩০ এপ্রিল জনৈক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ৫ হাজার টাকা ছিনতাই হয়। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন তিনি। পঞ্চসায়র থানার এক পুলিশ আধিকারিক এসে জানান, হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে।

যিনি অভিযোগ করেছিলেন তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগ তিনি করেননি। একটা ঘটনা ঘটেছিল, তবে তা মিটে গেছে। কিন্তু সেই মামলা এখনও বিচারাধীন। যার জেরে বিপাকে পড়েছেন অম্বিকেশ মহাপাত্র।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ambikesh mahapatra kolkata police west bengal