scorecardresearch

বড় খবর

Adenovirus: টানা ক’দিন যমে-মানুষে টানাটানি, ফের বিসি রায়ে মৃত্যু একরত্তির

আতঙ্কের আবহেই ফের কলকাতার বিসি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু।

amid adenovirus scare one more child died at bc roy hospital
আতঙ্ক তুঙ্গে তুলেছে অ্যাডিনোভাইরাস।

ঘুম কেড়েছে অ্যাডিনোভাইরাস। আতঙ্কের আবহেই ফের কলকাতার বিসি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। শনিবার ভোরে সাত মাসের ওই শিশুটির মৃত্যু হয়েছে। নিউমোনিয়ায় ভুগে শিশুটির মৃত্যু বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

অ্যাডিনোভাইরাস নিয়ে আতঙ্ক আরও চরমে উঠল। কলকাতার বিসি রায় হাসাপাতালে শিশুদের মৃত্যু মিছিল। শুধু শহর কলকাতাই নয়। রাজ্যের জেলায়-জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শিশুদের ভিড় চোখে পড়ছে। শনিবার ভোরে কলকাতার বিসি রায় হাসপাতালে উত্তর ২৪ পরগনার বনগাঁর এক সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ৯ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন- আজ তেড়ে বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট

মূলত জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা ছিল ওই শিশুটির। টানা ক’দিন জমে-মানুষে টানাটানি চলেছে। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও শনিবার ভোরে শিশুটির মৃত্যু হয়েছে। নিউমোনিয়ায় ভুগে শিশুটির মৃত্যু বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বিসি রায় হাসাপাতালে গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ১৯টি শিশুর মৃত্যু বলে দাবি সরকারের।

আরও পড়ুন- এসএসসি দুর্নীতি: ইডি-র জালে আরও এক তৃণমূল নেতা, গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ শান্তনু

যদিও বেসরকারি পরিসংখ্যান ধরলে সংখ্যাটা ৫০-এরও বেশি। অন্যান্য রাজ্যের চেয়ে এই মুহূর্তে বাংলায় অ্যাডিনোভাইরাসের প্রকোপ উদ্বেগ বহুলাংশে বাড়িয়েছে। খোদ ICMR-ও বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Amid adenovirus scare one more child died at bc roy hospital