/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/mamata-modi-amit-shah-1.jpg)
পঞ্চায়েতের আগে মরিয়া চেষ্টা বিজেপির।
দলের হেভিওয়েট দুই নেতা দুর্নীতির অভিযোগে জেলে। এরপরই বিরোধীদের কড়া নিশানায় তৃণমূল। 'চোর চোর' বলে শাসক দলকে দেগে দওয়া হয়েছে জোড়া-ফুলকে। চোর ধর-জেল ভর কর্মসূচি পালন করছে বাম, বিজেপি। অস্বস্তি বাড়ছে তৃণমূলের। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্সের মত পাল্টা হুঙ্কার ছুঁড়ছেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের মত নেতারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা কুৎসা করলেই চরম হুমকি দিয়েছেন তিনি। পাল্টা তোপ উড়ে এসেছে গেরুয়া বাহিনীর পক্ষ থেকেও।
কী বলেছেন মমতা?
মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ দিন বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তুলোধনা করেন বিজেপিকে। প্রস্ন তুলেছেন বামেদের আমলের নিয়োগ ঘিরেও। এরপরই চড়া মেজাজে মমতা বলেছেন, 'পার্থ চোর হলে আইনি বিচার হবে। কিন্তু কেষ্ট চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেক চোর, মমতাও চোর বলছে। রেড রোডও চোর, মেয়ো রোডও চোর, সবাই চোর আর আপনারা সব সাধু পুরুষ? এদিয়ে জীবন চলবে না।'
কী জবাব বিজেপির?
এরপরই পাল্টা জবাব দেয় বিজেপি। দলের শীর্ষ নেতা অমিত মালব্য টুইটে তৃণমূল সরকারকে তোপ দেগে লিখেছেন, 'হ্যাঁ আপনারাই চোর।'
হ্যাঁ আপনারাই চোর। pic.twitter.com/raQe8J1hIj
— Amit Malviya (@amitmalviya) August 29, 2022
অর্থাৎ দুর্নীতি ইস্যুতে মমতা সরকারকে জায়গা ছাড়তে নারাজ পদ্ম শিবির। তেরেফুরে আক্রমণে তারা। মমতার হুঙ্কারে ভয় না পেয়ে এবার তাই চাঁচাছোলা ভাষায় পাল্টা উত্তর এলো বিজেপির পক্ষ থেকে। যা নিয়েই আগামির রাজ্য রাজনীতির উত্তাপে রসদ যোগাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।
আরও পড়ুন-‘বদনাম করলেই জিভ টেনে ছিঁড়ে নেব’, হুঙ্কার মমতার
আরও পড়ুন-ফিরহাদের গ্রেফতারি নিয়ে প্রবল আশঙ্কা মমতার, কী বললেন?