Advertisment

'তলানিতে বাংলার আইনশৃঙ্খলা', তরুণীর গলাকাটা জ্বলন্ত দেহের ভিডিও পোস্ট করে তুলোধনা মালব্যের

ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতিকে তুলোধনা বিজেপি নেতা অমিত মালব্যের।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Malviya criticise west bengal law and order situation under mamata banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা অমিত মালব্য।

ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতিকে তুলোধনা বিজেপি নেতা অমিত মালব্যের। হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা জ্বলন্ত দেহের বীভৎস ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যেপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের তুমুল সমালোচনায় বিজেপি নেতা। উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার স্বরূপনগরের ওই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisment

এর আগেও একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। এবার ফের একবার নিজের এক্স হ্যান্ডেলে একটি বীভৎস ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুরে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার হয়। গোবিন্দপুর পঞ্চায়েত এলাকার একটি মাঠে তরুণীর গলাকাটা দেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

মৃতদেহ যাতে শনাক্ত করা না যায় সেই উদ্দেশ্যেই তার মুখে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর বাড়ি বাংলাদেশের ঢাকায়। এই ঘটনার তদন্তে নেমে নেশার মোল্লা নামে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন মৃতদেহের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডে পোস্ট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ভিডিওটি পোস্ট করে রাজ্যকে তীব্র তিরষ্কারের সুযোগ ছাড়েননি মালব্য। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার পরিস্থিতিকে তুলোধনা করে নিজের এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, "এটাই হল পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার পরিস্থিতি। উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একটি বাগানে রক্তের স্রোতের মধ্যে গলা কাটা ও মুখ বিকৃত অবস্থায় এক তরুণীর বাঁধা দেহ। দেহটি শনাক্তও করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে একটি শব্দও উচ্চারণ করবেন না। নারী পাচারে জড়িত তৃণমূল আশ্রিত অপরাধীরা এর পিছনে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু তারপরে এর মানে হবে মর্মান্তিক মৃত্যুর নীরব কবর।"

আরও পড়ুন- তাবড় রাজ্যকে বলে বলে ১০ গোল! দেশের সেরা দশের তালিকায় কলকাতার একাধিক স্কুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতির অভিযোগের পাশাপাশি মালব্যর নিশানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আাগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম বড় শরিক কংগ্রেস। ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গেই রয়েছে তৃণমূলও।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিও নিয়ে অমিত মালব্য আরও লিখেছেন, "রাহুল গান্ধী, রাজনৈতিক কৌশলে যিনি দ্রুত কুম্ভীরাশ্রু দেখাতে তৈরি থাকেন তিনিও কি এবার পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষায় ব্যর্থতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করবেন? নাকি এক্ষেত্রেও “I.N.D.I জোট” এর বাধ্যবাধকতা আসবে?"

West Bengal amit malviya bjp tmc Mamata Banerjee
Advertisment