Amit Mitra Hits Out at PM for Deciding GST Changes Before Council Meeting: লোকসভা ভোটের আগে আম-আদমির মন পেতে ৯৯ শতাংশ পণ্যে ১৮ শতাংশ বা তার কম জিএসটি বসানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ঘোষণায় এবার নয়া বিতর্ক বাঁধল। পণ্যে করের হার কত হবে, তা ঠিক করার কথা জিএসটি পরিষদের। শনিবারই বৈঠকে বসছে জিএসটি পরিষদ। কিন্তু সেই বৈঠকের আগেই কর কমানোর কথা ঘোষণা করেন মোদী। যা নিয়েই বৃহস্পতিবার নবান্নে সুর চড়ালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
জিএসটি পরিষদের বৈঠকের আগেই কর কমানোর কথা ঘোষণা করায় প্রধানমন্ত্রী ‘নিয়ম’ ভেঙেছেন বলে অভিযোগ করেছেন বাংলার অর্থমন্ত্রী। জিএসটি-র হার নির্ধারণ করার কথা একমাত্র জিএসটি পরিষদের। যে পরিষদের মাথায় রয়েছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জিএসটি পরিষদে রয়েছেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। কোনও পণ্যের কর কাঠামো কী হবে, তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে বৈঠকের আগে কোনও আলোচনা না করেই মোদী যেভাবে একতরফা ভাবে পণ্যে জিএসটি কমানোর কথা ঘোষণা করেছেন তা রীতিবিরুদ্ধ বলে অভিযোগ করেছেন অমিত।
আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের রথযাত্রা রায়ের বিরুদ্ধে আজ আদালতে রাজ্য সরকার
মোদী ঘোষণা করে জানিয়েছেন, বিমান, এসইউভি, সিগারেট, অ্যালকোহলের মতো বিলাসবহুল পণ্য ছাড়া যেসব পণ্যের জিএসটি ২৮ শতাংশ ছিল, সেই হার কমিয়ে আনা হবে ১৮ শতাংশে। এদিকে, শনিবার জিএসটি পরিষদের বৈঠক। সেই বৈঠকের আগে মোদীর আগাম ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে।
এদিন অমিত মিত্র আরও বলেছেন, গত ৪ অগাস্ট পরিষদের বৈঠকে সব পণ্যের জিএসটি-র হার কমিয়ে ১৮ শতাংশ করার দাবি তোলা হয়েছিল। এ বিষয়ে অমিতের বক্তব্য, "খুব আশ্চর্যের, যে দাবি আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, সেই দাবিটাই এখন তুলছেন প্রধানমন্ত্রী।"
Read the full story in English