Advertisment

Britania Factory Closed: সত্যিই পাততাড়ি গোটাল ব্রিটানিয়া? অমিত মিত্রকে ফোনে কী বললেন সংস্থার কর্তা?

Britania Factory Closed: বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটানিয়া বিস্কুট। আর তাই ব্রিটানিয়ার কলকাতার কারখানা বন্ধের খবরে গোটা বাঙালি সমাজ যেন এক ঝটকায় বেশ খানিকটা বিহ্বল হয়ে পড়ে। তবে মঙ্গলবার ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ড বরুণ বেরি মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্রকে ফোন করেছেন। তারপরেই সেই ফোনালাপ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অমিত মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Mitra on Britania taratala Factory Closed issue

Britania Factory Closed: ব্রিটানিয়া কারখানা বন্ধ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা?

Britania Factory Closed-Amit Mitra: কলকাতার তারাতলায় প্রায় ১০০ বছরের পুরনো ব্রিটানিয়া বিস্কুট কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে গতকাল থেকেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটানিয়া বিস্কুট। আর তাই ব্রিটানিয়ার কলকাতার কারখানা বন্ধের খবরে গোটা বাঙালি সমাজ যেন এক ঝটকায় বেশ খানিকটা বিহ্বল হয়ে পড়ে। তবে মঙ্গলবার ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বরুণ বেরি মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টাকে ফোন করেছেন। তারপরেই সেই ফোনালাপ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অমিত মিত্র।

Advertisment

এদিন সাংবাদিক সম্মেলন করে আমিত মিত্র জানিয়েছেন, ব্রিটানিয়া কোম্পানি এ রাজ্য থেকে অন্যত্র সরে যাচ্ছে না বা বন্ধও হচ্ছে না। অমিত মিত্রের কথায়, "বরুন বেরি আমাকে জানিয়েছেন, ভারতবর্ষের মধ্যে এরাজ্যে ব্রিটানিয়ার সবচেয়ে বড় বাজার। শুধু তাই নয় মিস্টার বেরি বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ব্রিটানিয়া কোম্পানি ওতোপ্রোতভাবে জড়িত। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই ব্রিটানিয়া কোম্পানির ফুল টিম পশ্চিমবঙ্গে এসে সরকারের সঙ্গে এবিষয়ে আলোচনায় বসবেন।"

অমিত মিত্র আরও বলেন, "এ রাজ্যে ব্রিটানিয়া কোম্পানি ১০০০ থেকে ১২০০ কোটি টাকার প্রোডাকশন করে। ভারতের মধ্যে সব থেকে বড় মার্কেট ওদের এরাজ্যে। ব্রিটানিয়া কোম্পানির ভারতের মধ্যে রেজিস্টার্ড অফিস এই পশ্চিম বাংলাতেই রয়েছে। শেয়ার হোল্ডারদের বৈঠকও এই বাংলাতেই হয়।"

আরও পড়ুন- Britannia Factory: আবেগের সঙ্গে আপস! ব্রিটানিয়া কারখানা বন্ধে ধন্দে সকলে

অমিত মিত্র জানিয়েছেন, ব্রিটানিয়া কোম্পানি মুম্বই ও চেন্নাইয়ের প্ল্যান্ট এর আগেই বন্ধ করে দিয়েছে। ১৯৪৭ সালে তারাতলায় এই কোম্পানিটি গড়ে উঠেছিল। করোনাকালের আগে ব্রিটানিয়া কোম্পানির কর্ণধাররা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছিলেন আলোচনায় বসার জন্য। পরে করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তাই ব্রিটানিয়া কোম্পানির আরও গুণগত মান বাড়ানোর জন্য ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের সঙ্গে আবার আলোচনায় বসতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র।

Britania Factory Closed Amit Mitra kolkata news West Bengal
Advertisment