Advertisment

লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী? আজ দিনভর বঙ্গ বিজেপি নেতাদের বোঝাবেন শাহ-নাড্ডারা

বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে মন্থন করবেন মোদীর দুই ভোট-সেনাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mission Bengal for BJP as Amit Shah and J P Nadda in Kolkata

বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা!

বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! আজ, মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণনীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? সেই নিয়েই আজ বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে মন্থন করবেন মোদীর দুই ভোট-সেনাপতি।

Advertisment

বিজেপি সূত্রে দাবি, একাধিক বিষয় নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা। মঙ্গলবারের বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলোর জন্য় নতুন রণকৌশল নেওয়া হচ্ছে। ইতিমধ্য়ে ৪টে করে আসন পিছু একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভাল লড়াই দেওয়ার জন্য় তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন আদর্শগত জয় তো বটেই, অযোধ্যায় রামমন্দিরের সূচনায় আর কী কী বার্তা দিতে মরিয়া বিজেপি?

মাস খানেক আগেই শহরে এসেছিলেন অমিত শাহ। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির বিরাট প্রতিবাদ সমাবেশে বক্তব্য রেখেছিলেন শাহ। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভা ভোট শিয়রে তাই অগোছাল বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে এবার ঘন ঘন আসবেন শাহ-নাড্ডারা। তৃণমূল নেতাদের ভাষায় ডেইলি প্যাসেঞ্জারি করবেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। তাতে অবশ্য জোড়াতাপ্পি মারা সম্ভব নয় বলে দাবি তৃণমূলের।

West Bengal JP Nadda Lok Sabha polls amit shah bjp tmc
Advertisment