Advertisment

ভোটে ঝাঁপাতে বাংলায় এসে নয়া টিম শাহ-নাড্ডার, বাদ তাবড় মুখ, ঠাঁই কাদের?

আসন্ন লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে রাজ্যে এসে দলের নির্বাচনী রণকৌশল নির্ধারণ করে দিলেন শাহ-নাড্ডারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah and Jp Nadda meet with West Bengal leadership

বঙ্গ সফরে অমিত শাহ এবং জেপি নাড্ডা।

লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে বঙ্গে অমিত শাহ। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে চব্বিশের লড়াইয়ে ঝাঁপাতে আগেভাগে একাধিক পদক্ষেপ শুরু করে দিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। তবে এবার অমিত শহ, জেপি নাড্ডারা নিজে এসে সেই তৎপরতাকেই আরও গতি দিলেন। সেই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে অলআউট লড়াইয়ে ঝাঁপাতে তৈরি হল নয়া টিম। ১৫ জনের নতুন টিম তৈরি হল শাহ-নাড্ডাদের হাত ধরেই। শাহের সেই 'ম্যানেজমেন্ট টিম' ঘিরেই জোর চর্চা। বঙ্গ বিজেপির বেশ কয়েকটি অত্যন্ত চেনা মুখেরও ঠাঁই হয়নি সেই ১৫ জনের বিশেষ টিমে।

Advertisment

চব্বিশের লড়াইয়ে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে কোমর বেঁধে কাজ শুরু বিজেপির। ভোটের আগে এবার রাজ্য সফরে বিজেপির শীর্ষ সেনাপতি অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে বঙ্গ সফরে মোদীর 'ডানহাত'। শাহের নির্দেশে ১৫ জনের একটি টিম তৈরি হয়েছে। এই টিমই দলের তরফে আসন্ন লোকসভা নির্বাচনের যাবতীয় দায়িত্ব সামলাবেন বলে সূত্রের খবর। মঙ্গলবার এই নতুন টিমের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই ১৫ জনের টিমে রয়েছেন চার কেন্দ্রীয় অবজার্ভার। তাঁরা হলেন, অমিত মালব্য, সুনীল বনশাল, আশা লাড়কা এবং মঙ্গল পান্ডে। তবে টিমের বাকি ১১ জনই এরাজ্যের। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ সরকার, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, জ্যোতির্ময় মাহাতো, দীপক বর্মনের পাশাপাশি ১৫ জনের টিমে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন- এমন তাকলাগানো প্রাকৃতিক শোভা কমই দেখেছেন! অপরূপ এই পাহাড়ি গ্রাম উত্তরবঙ্গের নতুন আবিষ্কার!

১৫ জনের এই টিমে জায়গা পাননি এরাজ্য থেকে নির্বাচিত চার কেন্দ্রীয় মন্ত্রী। নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার ও জন বার্লাদের জায়গা হয়নি ওই ১৫ জনের দলে।

আরও পড়ুন- Premium: নবাবের নাছোড় প্রেমেই বাংলার এপ্রান্তে এই সবজির চাষ শুরু, ঈর্ষায় জ্বলতেন বেগমরাও!

আরও পড়ুন- যেন বাপের জমিদারি! বাড়িতে ছুটি কাটাচ্ছেন শিক্ষিকা, স্কুল চালাচ্ছেন ছেলে-বউমা

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রচারে কোন কোন কেন্দ্রীয় নেতাকে আনা হবে…এসবই ঠিক করবেন এই ১৫ জনের টিমের সদস্যরা। মঙ্গলবার দলের রাজ্য নেতাদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন শাহ-নাড্ডারা। সাংগঠনিক ফাঁকফোকর দ্রুত মেরামত করে লোকসভার লড়াইয়ে অলআউট ঝাঁপাতে আর কোন কোন কৌশল নেওয়া যেতে পারে সেব্যাপারে দলের রাজ্য নেতৃত্বকে গুরুত্বপূর্ণ 'টিপস' দিয়েছেন শাহ।

amit shah JP Nadda West Bengal loksabha election 2024
Advertisment