বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! আজ, মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণনীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? সেই নিয়েই আজ বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে মন্থন করবেন মোদীর দুই ভোট-সেনাপতি।
তবে বৈঠকের আগে কালীঘাটে কালীমন্দির এবং জোড়াসাঁকোর গুরুদ্বারে গেলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ নেতৃত্বের আরও অনেকে ছিলেন। গুরুদ্বারে কিছুক্ষণ প্রার্থনাসভায় অংশ নেন শাহ-নাড্ডা। তার পর সেখান থেকে চলে কালীঘাট মন্দিরে। সেখানে মায়ের মন্দিরে পুজো দেন তাঁরা। এর আগেও কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন শাহ। তবে কলকাতার কোনও গুরুদ্বারে প্রথম গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, রাজ্য বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কমিটির ২৩ সদস্যই হাজির হচ্ছেন বৈঠকে। তবে কোনও কারণে থাকছেন না মিঠুন চক্রবর্তী। তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে, তিনি রয়েছেন আমেরিকার নিউ জার্সিতে। বর্ষশেষের ছুটি কাটাতে গিয়েছেন।
আরও পড়ুন লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী? আজ দিনভর বঙ্গ বিজেপি নেতাদের বোঝাবেন শাহ-নাড্ডারা
প্রসঙ্গত, গত লোকসভা ভোটে যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলোর জন্য় নতুন রণকৌশল নেওয়া হচ্ছে। ইতিমধ্য়ে ৪টে করে আসন পিছু একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভাল লড়াই দেওয়ার জন্য় তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে।