এবার দুর্গাপুজোয় কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু অমিত শাহই নন, মা দুর্গার বিদায়বেলায় সিঁদুর খেলায় অংশ নিতে দেখা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও। এছাড়াও রাজ্যের আরও এক জেলায় দুপর্গাপুজোর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বঙ্গ বিজেপি সূত্রে এমন খবরে সাড়া পড়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এব্যাপারে রাজ্য বিজেপির তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
কোন পুজোর উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ?
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্য বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে এবার কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়্যারের দুর্গাপুজোর উদ্বোধনে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহর কলকাতার অন্যতম বড় পুজোগুলোর একটি হল এই সন্তোষ মিত্র স্কোয়্যার। এই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।
কোন পুজোয় সিঁদুর খেলতে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি?
সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ। এই পুজোতেই এবার সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে।
আরও পড়ুন- মন-মেজাজ দুটোই খারাপ দিলীপের! ‘সম্মান না দিলে…’ কী ইঙ্গিত বিজেপি সাংসদের?
উল্লেখ্য, এবার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের আদলেই সেজে উঠছে দুর্গামণ্ডপ। আয়োজকদের দাবি, তাকলাগানো মণ্ডপসজ্জা দেখতে এবারও দর্শনার্থীদের ঢল নামবে সন্তোষ মিত্র স্কোয়্যারে।
প্রতিবারই সাম্প্রতিক সময়ের বিষয়কে তুলে ধরে মণ্ডপসজ্জায় অভিনবত্ব আনে শহর কলকাতার অন্যতম এই বড় পুজো। গতবার স্বাধীনতা দিবসের ৭৫ম বর্ষপূর্তি উপলক্ষে আজদি কা অমৃত মহোৎসব থিম গড়ে দুর্গামণ্ডপ বানিয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়্যার। এবার তাঁদের পুজোর থিম অযোধ্যার রাম মন্দির।