Advertisment

Amit Shah On Mamata: 'হারের ভয়ে ঠকঠক করে কাঁপছেন', শুভেন্দুর বাড়িতে পুলিশি হানায় শাহি হুঙ্কার, নিশানায় মমতা

বিরোধী দলনেতার বাড়িতে পুলিশি অভিযান নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Kolaghat, শুভেন্দু অধিকারী, কোলাঘাটে শুভেন্দু,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali

শুভেন্দুর বাড়িতে পুলিশি হানায় শাহি হুঙ্কারে নিশানায় মমতা

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজ্যে পূর্ব মেদিনীপুরের দুটি গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে। অধিকারী গড় বলে পরিচিত কাঁথি এবং তমলুকে ভোটগ্রহণ রয়েছে। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে হানা দিল পুলিশ। যা ঘিরে রাজনীতির পারদ চড়েছে। পুলিশ আধিকারিকদের দাবি, এক দুষ্কৃতীর সন্ধানে শুভেন্দুর ভাড়াবাড়িতে গিয়েছিলেন তাঁরা। যদিও বিরোধী দলনেতা গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার গভীর রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের পিএ-র বাড়িতে হানা দেয় পুলিশ। তা নিয়েও শোরগোল শুরু হয়েছে। এর মাঝে রাজ্যে ভোট প্রচারে এসে বিরোধী দলনেতার বাড়িতে পুলিশি অভিযান নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

বুধবার ভূপতিনগরে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে নির্বাচনী সমাবেশ থেকে মমতাকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, 'শুভেন্দুর উপর যত অত্যাচার করবে ভারতীয় জনতা পার্টি ওঁকে তত বড় নেতা বানাবে'। পাশাপাশি অমিত শাহ বলেছেন, ‘মমতা এখন হারের ভয়ে কাঁপছেন। কাল আমি কলকাতায় পা দিতেই বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ হানা দিল। আমরা বিজেপি করি, আপনার পুলিশকে ভয় পাই না। আপনার মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালানো হলে ৫১ কোটি টাকা মিলেছিল। আর শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হল, চার আনা পয়সা বার করতে পারেনি আপনার পুলিশ।’ হুঙ্কার ছুঁড়ে তিনি বলেন, 'পুলিশের অপব্যবহার বন্ধ করুন। নইলে বাংলার মানুষ যে ২- ৪টে আসন দিত সেগুলিও এবার হাতছাড়া হবে'।

এদিকে পুলিশি অভিযান নিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন। বলেছেন, এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। পাশাপাশি পুলিশের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

আরও পড়ুন - Hiran Chatterjee: ভোটের আগে কাটে কা টক্কর…! শুভেন্দুর পর নিশানায় হিরণ, পিএ-র বাড়ি পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার

ঠিক কী হয়েছে?

মঙ্গলবার বিকেলে শুভেন্দুর কোলাঘাটের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযোগ, প্রায় ৭০-৮০ জন পুলিশকর্মী ওই বাড়ি ঘিরে তল্লাশি করেন। পুলিশের তরফে দাবি করা হয়, এক দুষ্কৃতীর খোঁজে তারা সেখানে গিয়েছিল। অন্য দিকে, এই পুলিশি অভিযানের খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা সেখানে ছুটে যান। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। খবর পেয়ে রাজনৈতিক কর্মসূচি ছেড়ে কোলাঘাট থানায় চলে যান শুভেন্দু।

থানায় গিয়ে কোনও পুলিশ আধিকারিকের দেখা পাননি বলে দাবি তাঁর। তিনি জানিয়েছেন, হাইকোর্টের রক্ষাকবচ আছে তাঁর। পুলিশ কোনও রকম কঠোর পদক্ষেপ করতে পারবে না। শুভেন্দুর অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই তাঁর বাড়িতে হানা দিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তিনি বলেছেন, 'ভাইপোর নির্দেশে আমার বৃদ্ধ বাবা-মাকেও হেনস্থা করা হয়েছে। মমতার সরকারের অত্যাচারের শিকার আমি।' শুভেন্দু পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন বলেছেন।

amit shah
Advertisment