Advertisment

বুধে ধর্মতলায় শাহি সভা, মধ্য কলকাতায় তুমুল যানজটের আশঙ্কা, কোন পথে চলবে গাড়ি?

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok sabha elections 2024 Amit Shah krishnanagar

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার কলকাতায় বিজেপির মেগা ইভেন্ট ঘিরে সাজ সাজ রব। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা। কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা। 'কালকের ঐতিহাসিক ভিড়। ঢেউ আর সুনামি কলকাতাতে চলবে' আগেভাগেই বলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisment

আজ, বুধবার ধর্মতলায় মেগা সভায় প্রধান বক্তা অমিত শাহ। সভা শুরু হবে বেলা ১২টায়। সভাস্থলে শাহ পৌঁছবেন দুপুর পৌনে দুটো নাগাদ। সোয়া তিনটে নাগাদ তিনি সভা ছাড়বেন বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে। জানা গিয়েছে, যেসমস্ত বিজেপি কর্মী-সমর্থকরা হাওড়া স্টেশনে পৌঁছবেন, তাঁরা সেখান থেকে মিছিল করে সভাস্থলে পৌঁছবেন।

পুলিশ সূত্রে খবর, তাঁরা হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন। যারা শিয়ালদহ স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদহ থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন। তাই এই রাস্তাগুলিতে যানজটের আশঙ্কা রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে।

দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে পাঠানো হবে। এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি।

আরও পড়ুন বিধানসভায় ঐতিহাসিক ‘শাস্তি’ শুভেন্দুকে! বেনজির ঘটনার সাক্ষী বাংলা

ভিড় সামলানোর জন্য ১০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এ ছাড়াও ট্রাফিক পুলিশ থাকবে। মঞ্চ এবং আশপাশের এলাকাকে ছ’টা জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনের দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এক জন যুগ্ম কমিশনারের অধীনে ৬ জন ডিসি (ডেপুটি কমিশনার) থাকবেন। থাকবেন একাধিক এসি (অ্যাসিস্ট্যান্ট কমিশনার)-ও। বিভিন্ন বহুতলের ছাদ থেকে নজরদারি চলবে। এজেসি বোস রোড, রেড রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে চলাচল করতে পারবে গাড়ি। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে গাড়ি অন্য পথে ঘোরানো হবে।

আরও পড়ুন বিধানসভায় তুমুল উত্তেজনা, মন্ত্রী বালুর খোঁজ শুভেন্দুদের! কী জবাব শাসকের?

kolkata police bjp amit shah West Bengal
Advertisment