scorecardresearch

সভাপতি হয়ে যাননি, কিন্তু দলের শীর্ষ নেতা হিসাবে মুরুলীধর সেন লেনে ঢু শাহ-র! হঠাৎ কীহল?

কী এমন ঘটল যে তড়িঘড়ি সূচি বদল করে বঙ্গ বিজেপির রাজ্য দফতরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন?

amit shah bjp murlidhar sen lane kolkata , বিজেপি দফতর মুরুলিধর সেন লেনে যাবেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২০১৯ লোকসভা নির্বাচনের সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। একাধিকবার বঙ্গ সফরে এসেছেন শাহ। কলকাতায় দফায় দফায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তখন কোনও বৈঠকই তিনি ৬, মুরলীধর লেনে করেননি। সভাপতি থাকাকালীন বিজেপির রাজ্য দফতরেই পা রাখেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মহলের প্রশ্ন কী এমন ঘটল যে তড়িঘড়ি সূচি বদল করে বঙ্গ বিজেপির রাজ্য দফতরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ৬, মুরলী ধর সেন লেনে আসা নিয়ে তীব্র জল্পনা শুরু চলে। এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অমিত শাহর বঙ্গ বিজেপির সদর দফতরে যাওয়ার কথা জানিয়েছিলেন। রাতে দেখা যায়, বিমানবন্দর থেকে শাহর গাড়িতেই দলের রাজ্য সদর দফতরে এসেছেন শুভেন্দু ও সুকান্ত।

সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপরই লোকসভা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতি সরগরম। এরইমধ্যে নানা বিষয় নিয়ে প্রকাশ্যে মতবিরোধ দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মধ্যে। নতুন রাজ্য কমিটি ঘোষণার পর আদি বিজেপি নেতৃত্বের অনেকেই বসে গিয়েছেন। একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। পর্যবেক্ষক মহল মনে করছে পঞ্চায়েত নির্বাচনের আগে এখনও বিজেপি ঘর গোছাতে পারেনি, বরং অনেকটাই ছন্নছাড়়া হয়ে রয়েছে। সেক্ষেত্রে সকলকে এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিতে পারেন অমিত শাহ। দলের রাজ্য নেতাদের মতানৈক্য নিয়েও রুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হলেও বাংলায় দলের সাংগঠনিক হালহকিকৎ সম্পর্কে অবহিত রয়েছেন অমিত শাহ। সরকারি অনুষ্ঠানের আগে দলীয় দফতরে বৈঠক করে কৌশল বাতলাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি সূত্রে খবর, এর আগেও ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাওয়ার দিন দলীয় দফতরে আসার কথা ছিল। কিন্তু ব্যস্ততার জন্য রাজ্য দফতরে যেতে পারেননি অমিত শাহ। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন এই দফতরে শাহ এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে এবার এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন। পর্যবেক্ষক মহল মনে করছে, অমিত শাহ শহরে এসেই বিজেপি দফতরে আসায় কিছুটা হলেও মনোবল বাড়তে পারে দলের নেতা-কর্মীদের। বিধানসভা নির্বাচনের দিন শুনশান হয়ে গিয়েছিল বিজেপির রাজ্য দফতর। গুজরাটে জয়ের পর মিষ্টি বিতরণ হয়েছে এই দফতরেই। অমিত শাহ আসবে শুনেই শীতের রাতেও অফিসে নেতা-কর্মীদের আসার ঢেউ দেখা যায়।  

আরও পড়ুন- শনিবার নবান্নে অমিত শাহ, বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতাও

বিজেপি সূত্রে খবর, বিমানবন্দর থেকে সরাসরি মুরলীধর সেন লেনে আসেন অমিত শাহ। সেখানে রাজ্য নেতৃত্বর ১৪ জন নেতার সঙ্গে বৈঠক করছেন তিনি। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও শাহী বৈঠকে থাকার সুযোগ পেয়েছেন দলের সাধারণ সম্পাদক ও কলকাতায় হাজির বিজেপির সাংসদরা।

এসপিজি মুরলীধর সেন লেন চত্বর ঘিরে রেখেছে। কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। বিজেপি দফতরের বাইরে ২০ জনকে দলীয় নেতা, সাংসদ উপস্থিত ছিলেন। গোলাপ দিয়ে স্বাগত জানানো হয় অমিত শাহকে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Amit shah bjp murlidhar sen lane kolkata