scorecardresearch

শিবপুরে হিংসার ঘটনায় উদ্বিগ্ন অমিত শাহ, রাজ্যপালকে ফোন করে খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে অশান্তির জন্য।

Stone pelting, shops & vehicles attacked in West Bengal’s Howrah, day after clashes during Ram Navami procession
বৃহস্পতিবারের পর শুক্রবার ফের অশান্তি ছড়ায় শিবপুরের কাজিপাড়ায়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের অশান্তি ছড়ায় শিবপুরের কাজিপাড়ায়। ভাঙচুর, ইটবৃষ্টি চলে এলাকায়। পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার কথা বঙ্গ বিজেপি মারফত কানে গিয়েছে শাহের। জানা গিয়েছে, তিনি ফোন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন।

এদিন ফের বেলা দেড়টা নাগাদ উন্মত্ত জনতা এলাকায় হিংসা চালায়। বেশ কিছু দোকানপাট, গাড়ি, বাড়িতে ভাঙচুর চালানো হয়। এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও ইট-পাথর ছোড়া হয় বলে খবর। এলাকায় বিশাল পুলিশবাহিনী এসে এলাকা খালি করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনওরকমে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে অশান্তির জন্য। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর। এলাকায় পুলিশের রুট মার্চ চলছে। ব়্যাফ মোতায়েন করা হয়েছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুই গোষ্ঠীর তরফেই শিবপুর থানা এলাকায় পাথর ছোড়া হয়েছে। কাজিপাড়া, পিএম বস্তি এবং গঙ্গেস গার্ডেন অ্যাপার্টমেন্টের কাছে পুলিশ পিকেট বলা হয়েছে।

আরও পড়ুন শিবপুরে অশান্তি: দায়ী মমতাই! তদন্তে NIA,CBI চেয়ে হাইকোর্টে শুভেন্দু

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছেন, ‘৪৮ ঘণ্টা ধরে আমি হাতজোড় করে অনুরোধ করেছিলাম। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। বিজেপির এটা একটা প্ল্যান ছিল। যেমন করেই হোক দাঙ্গা লাগাতেই হবে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। হাওড়ার ওই জায়গায় কেন মিছিল নিয়ে গেছে? পুলিশি ব্যর্থতা একটা ছিলই। সংখ্যালঘুদের এলাকায় ইচ্ছা করেই ওরা ঢুকেছিল। রমজান মাসে ইচ্ছা করে হামলা করেছে। বন্দুক-অস্ত্র নিয়ে গিয়ে সরাসরি হামলা।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Amit shah calls up bengal guv over violence in howrah during ram navami procession