/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Amit-Shah-Suvendu-Adhikari.jpg)
অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী।
ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটের কয়েক মাস আগে আবারও এরাজ্যে মোদীর প্রধান সেনাপতি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে বঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি নিয়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক সারবেন শাহ। এর আগে গত ২৯ নভেম্বর কলকাতায় এসেছিলেন অমিত শাহ।
বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। উনিশের পর ফের একবার চব্বিশেও এরাজ্য থেকে লোকসভা নির্বাচনে ভালো ফল করার ব্যাপারে আশাবদী গেরুয়া শিবির। লোকসভা ভোটের আগে বাংলায় দলের রণকৌশল নির্ধারণে ফের একবার সফরে অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই বৈঠকেই শাহের বঙ্গ সফরের সম্ভাবনা জোরালো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
আগামী রবিবার রাতেই কলকাতায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরাজ্যের বকেয়া পাওনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লি গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা, আবাস যোজনার বকেয়া বরাদ্দ নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- কাঁচা বাদামে দুনিয়াজুড়ে ঝড় তুলেছিলেন! এখন কী করছেন ভুবন বাদ্যকর? জানলে চমকে যাবেন!
প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সেই বৈঠকের পরেই এবার শাহের বঙ্গ সফর মোটামুটি নিশ্চিত হল। আসন্ন লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক ফাঁকফোকর কীভাবে দ্রুত মেরামত করে ফেলা যায় সেব্যাপারে দলের রাজ্য নেতাদের পরামর্শ দেবেন শাহ।