scorecardresearch

কবিগুরুকে নিয়ে বিশাল আগ্রহ অমিত শাহর, জোড়াসাঁকো ঘুরে কী কী জানতে চাইলেন?

রবীন্দ্রভারতীর তরফে শাহর হাতে কী কী উপহার তুলে দেওয়া হয়েছে?

amit shah is interested in knowing about rabindranath tagore after visiting jorasanko , কবিগুরুকে নিয়ে বিশাল আগ্রহ অমিত শাহর, জোড়াসাঁকো ঘুরে কী কী জানতে চাইলেন?
জোড়াসাঁকোয় রবীন্দ্রমূর্তিতে মাল্যদান অমিত শাহর। ছবি- পার্থ পাল

বিতর্ক না বাড়িয়ে রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকোয় ঘুরতে ঘুরতে কবিগুরু সম্পর্কে নানা বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবীন্দ্রনাথের পৈতৃক ভিটে পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ঠাকুর পরিবারের কোনও সদস্য রয়েছেন কিনা তাও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জানতে চান শাহ। এছাড়া, রবীন্দ্র স্মৃতি রক্ষায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপেরও প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান অমিত শাহ। প্রথমেই সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর কবিগুরুর জন্মকক্ষ এবং প্রয়াণকক্ষ, বিচিত্রা ভবন ঘুরে দেখেনকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠাকুরবাড়ির নানা আসবাবপত্রও দেখেন তিনি। এই পরিদর্শনকালেই বিশ্বকবির সম্পর্কে একাধিক বিষয়ে জানতে চান অমিত শাহ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীর দাবি, ‘জোড়াসাঁকোয় ঘুরতে ঘুরতে এক সময় অমিত শাহজি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় এবং তিথি জানতে চান। তবে দুর্ভাগ্যবশত এই মুহূর্তে সেই তথ্য আমাদের কাছে নেই। তাই উনি বললেন, জেনে ওঁকে জানাতে। সেইমত তাঁর কাছে ওই তথ্য পাঠিয়ে দেওয়া হবে।’

এছাড়া, বিচিত্রা ভবনে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে অমিত শাহ জানতে চেয়েছেন যে, বিশ্ববরেণ্য বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে বিশ্বকবির রবীন্দ্রনাথের কোথায় সাক্ষাৎ হয়েছিল? কবিগুরুর বংশতালিকাও খঁটিয়ে দেখেছেন শাহ।

জোড়াসাঁকো ঘুরে দেখে ভিজিটার্স বুকে গুজরাটি ভাষায় নিজের মতামত লিখেছেন অমিত শাহ। এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বেশ কয়েকটি বই উপহার হিসাবে দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Amit shah is interested in knowing about rabindranath tagore after visiting jorasanko