/indian-express-bangla/media/media_files/2025/06/01/jEbOqzyEvCLDahwd6z1f.jpg)
কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন শুভেন্দু অধিকারী।
Amit Shah Bengal Visit: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন। রবিবার দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে আজ কলকাতায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শাহ। তার এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিন্দুর’-এর পর এই প্রথমবার বাংলা।সফরে এলেন তিনি। এর মাত্র কয়েক ঘণ্টা আগে মোদী বঙ্গ সফরে চাকরি দুর্নীতি থেকে রাজ্যের আইনশৃঙ্খলা, মালদা, মুর্শিদাবাদ কান্ড নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন।
কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জীকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।
Posted by BJP West Bengal on Saturday, May 31, 2025
২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে কৌশলগত পরিকল্পনা
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বড়সড় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এই সভায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে মণ্ডল স্তরের নেতারাও উপস্থিত থাকবেন। শাহ এই বৈঠকে উপস্থিত থেকে রাজ্যে দলীয় কৌশল নির্ধারণে দিশা দেখাবেন। দলের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত, এই সফরে অমিত শাহ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করবেন এবং নির্বাচনকে সামনে রেখে বাংলায় বিজেপির অবস্থান আরও শক্তিশালী করতে কৌশলগত পরিকল্পনার রূপরেখা তৈরি করবেন।
Leaving for Kolkata. Tomorrow, will inaugurate the new building of the Central Forensic Science Laboratory, which will contribute immensely to strengthening the criminal justice system in West Bengal and Northeast India. In the afternoon will interact with the Karyakartas at…
— Amit Shah (@AmitShah) May 31, 2025
নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়েও জল্পনা
অমিত শাহের এই সফরে রাজ্য বিজেপির নেতৃত্বে পরিবর্তন হতে পারে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। সম্ভাবনা রয়েছে নতুন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার।
কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জীকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।
Posted by BJP West Bengal on Saturday, May 31, 2025
কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারের উদ্বোধন
আজই শাহ উদ্বোধন করবেন কলকাতায় নবনির্মিত কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগার (CFSL) ভবন। এই প্রকল্প পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন শাহ
বিজেপির কর্মসূচির বাইরে আজ বিকেলে অমিত শাহ যোগ দেবেন এক ধর্মীয় অনুষ্ঠানে, যা আয়োজিত হবে স্বামী বিবেকানন্দের জন্মস্থানে। অনুষ্ঠানে বিভিন্ন মঠ ও আধ্যাত্মিক সংগঠনের সাধু-সন্তদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মোদীর সভা ও শাহের সফর: রাজনীতিতে বাড়ছে উত্তাপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আলিপুরদুয়ারে এক সভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন। সেই বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই অমিত শাহের বাংলা সফর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে।