বিগত বেশ কয়েকটি জনসভায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী প্রসঙ্গে নরম মন্তব্য করলেও চাঁচাছোলা আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহর বিরুদ্ধে। এই আবহে আজ, শুক্রবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার অমিত শাহ যাবেন নবান্নে। নবান্ন সভাগৃহের সরকারি বৈঠকে থাকবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেখার, শাহ-মমতা একান্তে কোনও বৈঠক শনিবার হয় কিনা। বিজেপি সূত্রের খবর, এ দিন রাতে কলকাতায় পৌঁছেই দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন অমিত শাহ।
পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর। এই পরিষদের চেয়ারম্যান অমিত শাহ, ভাইস চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হবে, দেশের পূর্বপ্রান্তের পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড ও সিকিমের মুখ্যন্ত্রীদর সঙ্গে। শনিবার সকাল ১১টা থেকে নবান্ন সভাঘরে বৈঠক হওয়ার কথা, মধ্যভোজের পরও বৈঠক চলতে পারে। জানা গিয়েছে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৈঠকে থাকবেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বিহারের প্রতিনিধিত্ব করবেন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মূলত এই পাঁচ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে কথা হতে পারে বৈঠকে। হবে তার প্রয়োজনীয় সমাধান ও সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে। ৪ রাজ্যের সীমানা এবং সীমান্ত প্রসঙ্গেও কথা হতে পারে।
পুলিশ সূত্রে শাহর সফর প্রসঙ্গে জানা গিয়েছে যে, শুক্রবার রাত ৯.২০ নাগাদ বিএসএফের উড়ানে দমদম বিমানবন্দরে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই তিনি যেতে পারেন বিজেপির সদর দফতরে। নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন। এরপর বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন অমিত শাহ।
আরও পড়ুন- অমিতাভের মন্তব্য ঢাল করে মমতাকে আক্রমণ, মালব্যকে ‘মোক্ষম’ জবাব নুসরতের
শনিবার সকালে হোটেল থেকে যাবেন নবান্নে। যোগ দেবেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন রাজারহাটের বিএসএফ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সারতে পারেন। এরপর তিনি ওইদিন রাতেই দিল্লি ফিরে যাবেন
শাহ-মমতা একান্তে বৈঠকের পাশাপাশি নজরে রয়েছে বিজেপির শার্ষ নেতা দলের বঙ্গ ব্রিগেডের নেতৃ্বকে কী বার্তা দেন। শুক্রবারই হুগলির ব্যান্ডেলে রাজ্য বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক বি এল সন্তোষ সহ কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন সেখানে। পঞ্চায়েতে রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি কোন্দলের বিষয়টিও আলোচনায় উঠতে পারে। এই পরিস্থিতিতে অমিত শাহ সুকান্ত-শুভেন্দুদের কী বার্তা দেন তা তাৎপর্যবাহী।