/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Amit-Shah.jpg)
Amit Shah: অমিত শাহ।
Amit Shah Bengal Campaign: রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদীর প্রধান সেনাপতি অমিত শাহের (Amit Shah)। গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে শাসকদলকে একহাত নিয়েছেন শাহ।
এদিন মালদহ ও উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচার সেরেছেন শাহ। প্রথমে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার এবং রোড শো করেন তিনি। উত্তরবঙ্গে (North Bengal) দ্বিতীয় দফায় প্রচারে শাহ। এদিন মালদার ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় রবীন্দ্রমূর্তির কাছে গিয়ে শেষ হয় শাহী-রোড শো। দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে হুডখোলা গাড়িতে পাশে নিয়ে এই রোড-শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Amit-Shah-1.jpg)
এদিকে, গতকালই হাইকোর্টের নির্দেশে SSC-র ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার সরকারি কর্মীর। প্রথমে মালদহের কর্মসূচি থেকে সেই প্রসঙ্গের উল্লেখ করে রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন শাহ। পরে উত্তর দিনাজপুরের করণদিঘির নির্বাচনী সমাবেশ থেকেও এই ইস্যুতে সুর চড়িয়েছেন শাহ।
আরও পড়ুন- Dev: দেবকে দেখে বিমানবন্দরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! পাল্টা সাংসদ যা করলেন সবাই দেখে হতবাক
অমিত শাহ এদিন বলেন, "গতকালই ২৬ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। ১০-১৫ লাখ চাকরি জন্য ঘুষ নিত। ওদের এক মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা নগদ মিলেছে। পার্থ চ্যাটার্জি এখনও জেলে। মমতা এখনও তাঁকে সাসপেন্ড করেননি।" এছাড়াও সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে দুষে তিনি আরও বলেন, "সন্দেশখালির (Sandeshkhali) মতো ঘটনা বন্ধ হওয়া উচিত। সন্দেশখালির মহিলাদের ন্যায় দিতে পারেন একমাত্র মোদী।"
আরও পড়ুন- Dilip Ghsoh: হনুমান জয়ন্তীতে গদা হাতে প্রচার দিলীপের! ব্যাট হাতে কীর্তিকে প্যাকিংয়ের হুঙ্কার