Advertisment

'চব্বিশে বিজেপির ৩৫, পঁচিশেই মমতার সরকারের পতন', বড় ঘোষণা অমিত শাহর

সিউড়ির সভায় টার্গেট বাঁধলেন অমিত সাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah speech at suri birbhum updates ,বীরভূমের সিউড়িতে অমিত শাহর বক্তব্য

সিউড়ির সভামঞ্চে অমিত শাহ।

লোকসভা ভোটের বাকি আরও এক বছর। তার আগেই বীরভূমের সিউড়ির সভা থেকে রাজনীতির উত্তাপ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আসন জয়ের টার্গেট কত তা এদিন সাফ জানিয়ে দিলেন শাহ। পাশাপাশি তাঁর আশ্বাস, এ রাজ্য থেকে ৩৫য়ের বেশি আসন পেলে ২৫য়েই মমতা সরকারের পতন ঘটবে।

Advertisment

একনজরে অমিত শাহর বক্তব্য-

  • 'বাংলা থেকে ৩৫ আসনে জিতিয়ে ফের মোদীজিকেই প্রধানমন্ত্রী বানান।'
  • 'আপনারা এই রাজ্য থেকে ৩৫য়ের বেশি আসন লোকসভায় বিজেপিকে দিলেই ২৫য়ের আগেই মমতা সরকারের পতন হয়ে যাবে। ২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।'
  • 'দিদির দাদাগিরির সামনে লড়াই করছেন বিজেপির বিধায়কেরা। বিজেপির এই লড়াইয়ের জন্যই আজ শাসক দলের নেতাকে জেলবন্দি করা সম্ভব হয়েছে। যাঁরা দুর্নীতিগ্রস্ত তাঁদের জেলে পাঠাতেই হবে।'
  • 'দিদি ভাইপোর শাসক দলের সন্ত্রাস থেকে মুক্ত করার একমাত্র রাস্তা হল বিজেপি, অনুপ্রবেশকারীদের আটকানোর একমাত্র রাস্তা বিজেপি।'
  • 'বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন, শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল বেরবে। অনুপ্রবেশ বন্ধ হবে।'
  • 'বাংলায় তোষণের রাজনীতি চলছে, এটা চলতে দেওয়া যাবে না।'
  • 'মমতা দি আপনি দেখছেন আগামিতে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু বীরভূমের মাটি থেকে আমি বলে যাচ্ছি আগামী বিধানসভায় জিতে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই কেউ হবেন।'
  • 'তিন লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিলেন মমতা। হিসেব দিন। বাংলার যুবকেরা হিসেব চাইছে। এমন দুর্নীতি হয়েছে যে ২ ট্রাক ভরে ইডি-কে টাকা নিয়ে যেতে হয়েছে।'
  • 'চাকরি দেওয়ার নামে দুর্নীতি হয়েছে। যার বাড়িতে কোটি কোটি নগদ টাকা মিলেছে, তাকে জেলে ভরলে বলা হচ্ছে কেন্দ্র অত্যাচার করছে।'
  • 'পাকিস্তানকে জবাব দিতে পারবেন মমতা? কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী উপড়ে দিতে পারবেন মমতা? এগুলো করতে পারবেন মোদীজি।'

অমিত শাহর সভা শেষে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'ওনার দল কতগুলি আসান ২০২৪ সালে পাবেন তা জানিয়ে আমাদের কিছু বলার নেই। শুধু বলব ওটা দূরাশা। তবে, ২৫য়ে জনগণ দ্বারা নির্বাচিত মমতা সরকারের পতন হবে বলে বুঝিয়ে দিলেন চক্রান্ত চলছে। একুশের আগে প্রচারে অমিত শাহ বলেছিলেন এ রাজ্য থেকে ২০০-র বেশি আসন নিয়ে জিতবে বিজেপি। সেতো অনেক আগেই থেমে গিয়েছে। আসলে ওনার সব কথাই ভিত্তিহীন। ২৪ সালের লোকসভায় সেটা পশ্চিমবঙ্গবাসী ফের বুঝিয়ে দেবেন।'

Birbhum amit shah bjp
Advertisment