পঞ্চায়েত নির্বাচনের মুখে ২ দিনের বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ। শুক্রবার সিউড়িতে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কেষ্টহীন বীরভূমে শাহি সভা ঘিরে সরগরম রাঙামাটির জেলা। শাহের সভা ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে। ত্রিস্তরীয় নিরাপত্তায় কমান্ডো, জওয়ান ও রাজ্য পুলিশের কর্মীরা। রবিবার এই একই মাঠে পাল্টা সভা করবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
অনুব্রতহীন বীরভূম জোড়া রাজনৈতিক কর্মসূচি ঘিরে সরগরম। আজ সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে হাইভোল্টেজ সভা অমিত শাহের। প্রকৃতির অগ্নিবাণের মধ্যেই এই শাহি সফর ঘিরে উন্মাদনা তুঙ্গে বীরভূমের বিজেপি কর্মীদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার আগে অমিত শাহের এই বঙ্গ সফর রাজনৈতিক দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শাহি-সভা ঘিরে চনমনে ভাব বঙ্গ বিজেপির অন্দরেও।
আরও পড়ুন- চৈত্রের বিদায়বেলায় জ্বলে-পুড়ে খাক বাংলা, পরিস্থিতি আরও মারাত্মক আকার নেবে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় স্বাগত জানিয়ে টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনতো শুভেন্দু অধিকারীও। দু'দিনের এই বঙ্গ সফরে সিউড়িতে সভার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে অমিত শাহের।
এরই পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে। পঞ্চায়েত ভোট নিয়ে আলাদা করে রণকৌশল নির্ধারণ করে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ।