আজ রাতেই কলকাতায় অমিত শাহ। রাতে নিউটাউনের হোটেলে থেকে আগামিকাল নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামিকাল রবীন্দ্র জয়ন্তীর দিনে কলকাতায় বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনটির মাথায় রয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।
পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের বঙ্গ সফরে অমিত শাহ। আগামিকাল রবীন্দ্র জয়ন্তী। তার আগে আজ রাতেই বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল রবীন্দ্র জয়ন্তীর দিন বিকেলে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা।
আরও পড়ুন- পুড়ছে বাংলা, দুয়ারেই তাপপ্রবাহ? ‘মোকা’ শঙ্কার মাঝেই জানুন বিরাট আপডেট
ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সংগীতশিল্পী সোমলতা আচার্য-সহ অন্যদের। অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকার কথা অমিত শাহর। এরই পাশাপাশি ওই অনুষ্ঠানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা স্বপন দাশগুপ্তও। ইতিমধ্যেই এই অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক চর্চা বাড়ছে।
দিন ঘোষণা না হলেও বঙ্গে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়েছে। জেলায়-জেলায় জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী অ্যাডভান্টেজ নিতেই মোদীর প্রধান সেনাপতির বঙ্গ সফর? প্রশ্ন উঠছে। বঙ্গ বিজেপির একাংশ মনে করে, এখনও পর্যন্ত শিক্ষিত বাঙালি মহলে বিজেপির গ্রহণযোগ্যতা তেমনভাবে বাড়েনি। তাই কি এবার রবীন্দ্র জয়ন্তীকে হাতিয়ার করেই পঞ্চায়েতের আগে নতুনভাবে ঝাঁপানোর কৌশল নিল পদ্ম শিবির? চর্চা বাড়ছে।