Advertisment

অগাস্টেই বাংলায় অমিত শাহ, 'মেগা দলবদলে' তোলপাড় পড়তে পারে বঙ্গ রাজনীতিতে!

আগামী মাসেই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah will visit west bengal coming august

অমিত শাহ।

ফের রাজ্যে আসছেন অমিত শাহ। আগামী মাসেই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি। উত্তরবঙ্গে একটি সভাও করতে পারেন শাহ। এছাড়াও রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ আলোচনাও হতে পারে। অগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisment

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূলের সঙ্গে একাধিক জায়গায় টক্কর দিয়েছে বিজেপিও। বিরাট না হলেও এবারের পঞ্চতাযেত ভোটে দাগ কাটার মতো সাফল্য ছুঁয়েছে বিজেপি। দলের নেতাদের বক্তব্য, সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট হলে ফল অন্য হতো। বহু জায়গায় ভোট গণনাকেন্দ্রে কারচুপি করে বিজেপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

আরও পড়ুন- এবার টানা দুর্যোগ দক্ষিণবঙ্গেও? আজই প্রবল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

এদিকে, পঞ্চায়েত ভোট মিটতেই দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদা করে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তাঁকে সময় দিয়েছিলেন শাহও। পশ্চিমবঙ্গে দলের পরিস্থিতি ও পঞ্চায়েতের ফল নিয়ে শাহ-সুকান্ত বেশ কিছুক্ষণ আলোচনা চলে।

কলকাতায় ফিরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী মাসে এরাজ্যে আসছেন অমিত শাহ। এদিকে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের 'জন সম্পর্ক' অভিযান কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গে তাঁর একটি জনসভা করার কথাও আছে। তবে সেই সভা কোথায় হবে তা ঠিক করার ভার রাজ্য বিজেপির কাঁধে। অন্যদিকে, একটি সূত্র বলছে অমিত শাহের সফর চলাকালীন অন্য দল ছেড়ে বেশ কয়েকজন বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এব্যাপারে রাজ্য বিজেপির তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- বাংলার ‘রাজনৈতিক সংস্কৃতি’ বজায় রেখে জয়ী পঞ্চায়েত প্রার্থীর যোগ কেজরিওয়ালের আপে

panchayat election 2023 Sukanta Majumder West Bengal panchayat election amit shah bjp
Advertisment