/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Milk.jpg)
Amul milk price hike: দুধের দাম বাড়ল।
Amul milk price hike: লোকসভা ভোটের ফল গণনার একদিন আগেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বাড়ল আমূল দুধের দাম। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে আমআদমির নাভিশ্বাস ওঠার জোগাড়। ফি দিন বাজারে গিয়েই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে চড়া দামে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। এবার ফের এক দফায় দাম বাড়ল দুধের।
আমূল সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি লিটারে তাদের দুধের দাম ২ টাকা করে বেড়েছে। সোমবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে দাম বেড়েছে আমূল দুধের।
দুধের দুনিয়ায় আমূল অনবদ্য একটি নাম। সংস্থার কোটি-কোটি গ্রাহক রয়েছে গোটা দেশজুড়ে। স্বাভাবিকভাবেই আমূল দুধের দাম বেড়ে যাওয়ায় ফের এক দফায় চাপ বাড়ল বহু সাধারণ মানুষের উপর।
আরও পড়ুন- Travel: বর্ষায় পাহাড়ে? চোখ জুড়নো এই অফবিট স্পটে ঢুঁ মারুন, কোলাহলমুক্ত প্রান্তে হৃদয় জুড়োবে!
আমূলের তরফে জানানো হয়েছে, তারা যে দাম বাড়িয়েছে তা খাদ্যমূল্য বৃদ্ধির তুলনায় নেহাতই কম। দুধের উৎপাদন এবং বণ্টনের খরচের ওপর ভিত্তি করেই তারা দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছিল আমূল।
আরও পড়ুন- Indian Railways: ট্রেনে কনফার্ম টিকিট আপনার, সিটে অন্য কেউ? সহজ এই কাজেই আসনের দখল নিন
Amul has increased prices of fresh pouch milk (All variants) by Rs 2 per litre, effective from June 3: Gujarat Cooperative Milk Marketing Federation Limited pic.twitter.com/lWsgtv44hx
— ANI (@ANI) June 2, 2024
আমূলের বিভিন্ন ক্যাটাগরির দুধের দাম বেড়ে কত হল?
আমূল স্ট্যান্ডার্ড ৫০০ মিলিলিটার দুধের দাম আজ থেকে বেড়ে হল ২৯ টাকা।
আমূল তাজা ৫০০ মিলির প্যাকেটের দাম বেড়ে হল ২৬ টাকা।
আমূল টি স্পেশাল দুধের দাম ৫০০ মিলির প্যাকেটের দাম হচ্ছে ৩০ টাকা।
আমূল শক্তির এক লিটারের প্যাকেটের দাম হচ্ছে ৬২ টাকা।
আমূল গোল্ডের ৫০০ মিলির প্যাকেটের দাম আজ থেকে বেড়ে হল ৩২ টাকা। ১ লিটারের দাম পড়বে ৬৬ টাকা।