/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Malda-Murder.jpg)
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
বাড়ির সীমানায় ঢুকে পড়েছিল মোষ। সামান্য এই ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যে তুমুল বচসা। তারপরেই প্রতিবেশী বৃদ্ধকে ধারালো অস্ত্রের কোপ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু। অভিযুক্ত এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবল।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার বংকুটোলা এলাকায়। বৃদ্দকে খুনের অভিযোগে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শ্যামবিহারী যাদব-সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর ছেলে জিতেন্দ্র যাদব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবনারায়ণ যাদব (৫৫)। গতকাল রাতে দেবনারায়ণ যাদবের একটি মোষ প্রতিবেশী পঞ্চায়েত সদস্য শ্যামবিহারী যাদবের বাড়ি সীমানায় ঢুকে পড়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, সেই সময় হঠাৎই শ্যাম বিহারী যাদব ও তার পরিবারের কয়েকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দেবনারায়ণ যাদবের ওপর। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ছেলে জিতেন্দ্র যাদবও।
আরও পড়ুন- FIR-এর পাল্টা বিজেপিরও, গঙ্গাজল ভর্তি কলসি নিয়ে বিধানসভায় শুভেন্দুরা, যা করলেন…
আহত জিতেন্দ্র যাদবের কথায়, "সামান্য ঘটনার জেরে ওরা বাবাকে কুপিয়ে খুন করল। রক্তাক্ত অবস্থায় বাবাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে রাতেই নিয়ে আসি। কিন্তু চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।" এই ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা। তাদের খোঁজ চালানো হচ্ছে।