Advertisment

Mahishadal Rajbari: মনোরঞ্জনের ফাটাফাটি আয়োজন মহিষাদল রাজবাড়িতে! ধুঁয়াধার ব্যবস্থায় আনন্দের স্রোতে ভাসবেন পর্যটকরা!

Mahishadal Rajbari: পর্যটকদের ভরপুর আনন্দ দিতে তাকলাগানো আয়োজন পূর্ব মেদিনীপুরে রমহিষাদল রাজবাড়িতে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Purba Medinipur Mahishadal Rajbari Valentines Day Offers

Mahishadal Rajbari: মহিষাদল রাজবাড়ি।

Mahishadal Rajbari: বর্ষ বিদায় ও বর্ষবরণের মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে সবারই মন চায়। সেই মাহেন্দ্রক্ষণ যদি কোনও রাজবাড়িতে হয় তাহলে তো সোনায় সোহাগা! এবছর এমনই অভূতপূর্ব আয়োজনপূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে। রাজবাড়ির "ফুলবাগ প্যালেসে" জমকালো কায়দায় বর্ষবরণের উতসবের আয়োজন করা হযেছে। মহিষাদল রাজ পরিবারের তরফে আজ অর্থাত ৩১ ডিসেম্বর নজরকাড়া উতসবের আয়োজন।

Advertisment

আজ সন্ধে ৬ টা থেকে গভীর রাত পর্যন্ত থাকছে নানা অনুষ্ঠান। নাচ-গানের সঙ্গেই পাওনা রাজার হালে রাজকীয় খাবার। সান্ধ্যকালীন খাবারের তালিকায় থাকছে ১৪ ধরনের লোভনীয় খাবার। এরই পাশাপাশি রাতের খাবারে বাসন্তী পোলাও, বেবি নান, গন্ধরাজ চিকেন, মটন কষা থেকে নলেন গুড়ের রসগোল্লা-সহ ১৫ ধরনে বাঙালি ও চাইনিজ খাবার। তবে এর জন্য অবশ্য গ্যাঁটের কড়ি খসাতে হবে। এই সব খানাপিনা ও আনন্দোতসবের অংশীদার হতে গেলে মাথা পিছু দিতে হবে ১৪৯৯ টাকা।

আরও পড়ুন- জাতীয়স্তরের অসামান্য স্বীকৃতি মুঠোয়! তামাম রাজ্যকে পিছনে ফেলে ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার কলেজ

রাজবাড়িতে রাতে থাকতে গেলে দিতে হবে আলাদা টাকা। মহিষাদল রাজ পরিবারের বর্তমান সদস্য সৌর্য্যপ্রসাদ গর্গ জানান, রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাদল রাজবাড়ি একটি বিশেষ স্থান করে নিয়েছে। দেশ-বিদেশের বহু পর্যটক এখানে আসেন। পর্যটকদের বর্ষ বিদায় ও বর্ষ বরণের আনন্দ দিতে বিশেষ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- Mamata-Suvendu: SSKM-এ মমতা-বালু কথা? মারাত্মক অভিযোগ শুভেন্দুর!

রাজবা়ডিতে এই বর্ণাঢ্য আয়োজনের দায়িত্বে থাকা দিগবিজয়ী পাল (ওম) জানান, পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য বাঙালি ও চাইনিজ সব ধরনের খাবারের আয়োজন থাকছে। রঙিন আলোয় সাজিয়ে তোলা হবে রাজবাড়ি চত্বর। একইসঙ্গে চলবে লাইভ প্রোগ্রামের তাকলাগানে বন্দোবস্ত।

Purba Medinipur New Year Celebration West Bengal Mahishadal Rajbari
Advertisment