Advertisment

বিজেপির প্রার্থী হয়েই কৌশলে 'বাংলা ভাগ' প্রসঙ্গ এড়াচ্ছেন অনন্ত মহারাজ, দেখাচ্ছেন সংবিধান

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যসভা ভোটের মনোনয়ন পেশ করতে এসে কী বললেন এই রাজবংশী নেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
Anant Maharaj is avoiding the issue of Bengal division by becoming BJPs Rajya Sabha candidate , বিজেপির প্রার্থী হয়েই কৌশলে 'বাংলা ভাগ' প্রসঙ্গ এড়াচ্ছেন অনন্ত মহারাজ, দেখাচ্ছেন সংবিধান

কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ।

'বাংলা ভাগ' ইস্যুতে মাঝে মধ্যেই বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়। বিজেপির অন্দর থেকেই উঠেছে রাজ্য ভাগের দাবি। তবে, দলের তরফে পশ্চিমবঙ্গ বিভাজনের বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এ রাজ্য থেকে বিজেপি প্রথমবারের মত রাজ্যসভায় যাঁকে রাজ্যসভায় পাঠাছে চলছে সেই কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ বাংলা ভাগের পক্ষেই সোচ্চার। পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে সরব রাজবংশী সমাজের নেতা অনন্ত মহারাজ। দাবি করেছিলেন, পৃথক রাজ্য নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গেও কথা হয়েছিল তাঁর। পদ্ম শিবিরের প্রার্থী হয়েও কী 'বাংলা ভাগে'র পক্ষেই রাজবংশী নেতা অনন্ত?

Advertisment

বৃহস্পতিবার বিধানসভায় এসে রাজ্যসভার ভোটে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেছেন অনন্ত মহারাজ। মনোনয়ন পেশের পরই 'বাংলা ভাগ' ইস্যুতে প্রশ্ন ধেয়ে আসে তাঁর কাছে। গ্রেটার কোচবিহারের দাবি কী তিনি রাজ্যসভায় তুলবেন? সাংবাদিকদের এই প্রশ্নের মুখে তিনি বলেন, 'আগে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হই, তারপর এই বিষয়টি দেখা যাবে। তখন এই বিষয় নিয়ে মুখ খুলব।' জবাবে সতর্ক ও কৌশলী মহারাজ। এরপরই 'বঙ্গভঙ্গ' প্রসঙ্গে মহারাজ বলেন, 'বঙ্গভাগ হবে না এক থাকবে, সেটা দেশের সংবিধান বলবে। এখন এর বেশি আর কিছু বলব না। সদস্য নির্বাচিত হওয়ার পর বাকিটা বলব। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার কি না, সেটাও সময় এলে বলব। সংবিধানেই সব বলা আছে।' এখানেই প্রশ্ন যে, 'সময় এলে বলব' মন্তব্যের মাধ্যমে কী প্রসঙ্গ এড়াতে চেয়েছেন রাজবংশী নেতা? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরাসরি দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে এখনই কথা বলে বিতর্ক বাড়াতে চাইছেন না এই নব্য বিজেপি নেতা।

আরও পড়ুন- পঞ্চায়েতের ফল প্রকাশের পরও ফের ভোট! কোথায় কোথায়?

২০১৮ সালের পর থেকেই উত্তরবঙ্গে সংগঠনের জমি শক্ত করেছে বিজেপি। ১৯-এর লোকসভায় তার প্রমাণ মিলেছে। সেবার উত্তরবঙ্গের সবকটি লোকসভা আসনেই জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থীরা। একুশের বিধান,সভাতেই সাফল্যের প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল। গত দু'বছরে পৃথক উত্তরবঙ্গের দাবিতে একাধিকবার সরব হয়েছেন উত্তবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির একাধিক সাংসদ, বিধায়করা। যদিও বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রথম থেকেই বলে এসেছেন যে তারা পৃথক রাজ্যের বিরোধী। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের জেলাগুলির জেলা পরিষদে জয় পেয়েছে শাসক দল তৃণমূল। ক্রমশ ওই তল্লাটে পদ্মে ভাটার টান? সামনেই লোকসভা ভোট। এই পরিস্থিতিতে, রাজবংশী ভোটারদের মন জয় করতে অনন্ত মহারাজকেই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি।

আরও পড়ুন- ‘কারচুপি শিল্পে’ই বাজিমাত তৃণমূলের, ভয়ঙ্কর তথ্য ফাঁস শুভেন্দুর

West Bengal Rajya Sabha Anant Maharaj bjp Partition
Advertisment