Advertisment

Threatening phone call: বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিককে হুমকি, বিপুল টাকা চেয়ে ফোন তোলাবাজদের

Threatening phone call: ইতিমধ্যেই গোটা ঘটনা পুলিশকে জানিয়েছেন ওই ব্যক্তি। যদিও এখনও ধরা পড়ে দুষ্কৃতীরা। আতঙ্কে কার্যত যত নিজেকে ঘরবন্দি রেখেছেন ওই ব্যবসায়ী।

author-image
IE Bangla Web Desk
New Update
Anirban Das owner of D Bapi Biryani shop in Barrackpore received a threatening phone call

বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিককে হুমকি ফোন।

Threatening phone call: এবার ব্যারাকপুরের স্বনামধন্য বিরিয়ানির দোকানের মালিকের কাছে লক্ষ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন। জানা গিয়েছে ডি বাপির মালিক অনির্বাণ দাসের কাছে গিয়েছিল এই হুমকি ফোন, এমনকী তাঁর ফোনে পর্যন্ত তোলা চেয়ে মেসেজ পাঠাচ্ছে তেলাাবাজরা। তোলাবাজরা ফোনে কুড়ি লক্ষ টাকা দাবি করেছে ডি বাপির মালিক অনির্বাণ দাসের কাছে। ওই ব্যবসায়ী পুলিশে অভিযোগ জানিয়েছেন। যদিও এখনও দুষ্কৃতীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে ঘরবন্দি রয়েছেন তিনি।

Advertisment

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আরেক বিখ্যাত বিরিয়ানির দোকান ডি বাপি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং তার বিরিয়ানির স্বাদ-গন্ধে অল্প দিনেই এই দোকান যেন আরও জনপ্রিয় হয়েছে। ফি দিন শ'য়ে শ'য়ে মানুষ লাইন দিয়ে এই দোকান থেকে বিরিয়ানি কেনার জন্য দাঁড়িয়ে থাকেন।

স্বাভাবিকভাবেই অল্প দিনের মধ্যেই ডি বাপির ব্যবসা বহু গুণে বেড়েছে। বছর কয়েক আগে ডি বাপির দোকানের সামনেই গুলি চালানোর ঘটনা পর্যন্ত ঘটেছে।

আরও পড়ুন- Mamata Banerjee: প্রথমে বসিয়ে পরে বুলডোজার দিয়ে উচ্ছেদ? কাউন্সিলরদের গ্রেফতারের হুঁশিয়ারি মমতার

এবার ডি বাপির মালিক অনির্বাণ দাসকে ফোনে ২০ লক্ষ টাকা হুমকি দিয়ে দিয়েছে তোলাবাজরা। তোলার টাকা না দিলে আবারও তার দোকানের সামনে গুলি চালানোর হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই গোটা ঘটনা পুলিশকে জানিয়েছেন ওই ব্যক্তি। যদিও এখনও ধরা পড়ে দুষ্কৃতীরা। আতঙ্কে কার্যত যত নিজেকে ঘরবন্দি রেখেছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন- Land encroachment complainst: সরকারি জমি দখল নিয়ে জরুরি বৈঠকে মমতা, কটাক্ষে ধুয়ে দিয়ে সোচ্চার শুভেন্দু

police West Bengal D Bapi Biriyani D Bapi
Advertisment