Advertisment

'বাড়িতে পাইপ-ই নেই', তৃণমূল বিধায়কের 'পাইপ তত্ত্বে'র দাবি ওড়ালেন আনিসের দাদা

আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্ট এখনও দেয়নি সিট। কিন্তু, তৃণমূল বিধায়ক জানিয়ে দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার মৃত্যু কীভাবে হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
anis khan death paipe theory saokat molla sabir khan

আনিস খানের আমতার বাড়ি।

আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্ট এখনও দেয়নি সিট। কিন্তু, তৃণমূল বিধায়ক জানিয়ে দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার মৃত্যু কীভাবে হয়েছিল। যা নিয়ে ফের আলোড়ন পড়েছে। পাল্টা মুখ খুলেছেন আনিসের বড় দাদা সাবির খানও।

Advertisment

কী বলেছেন তৃণমূল বিধায়ক?

পুলিশের বিরুদ্ধে আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত করছে সিট। সেই রিপোর্ট প্রকাশের আগেই আনিসের মৃত্যুর কারণ নিয়ে মন্তব্য করে বসলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এক্ষেত্রে পাইপ তত্ত্বের হদিশ দিয়েছেন তিনি।

শওকত মোল্লা বলেছেন যে, 'সিটের তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী আনিসের মৃত্যু হয়েছে পাইপ বেয়ে নামতে গিয়ে। আনিসের যেদিন মৃত্যু হয় সেদিন রাতে আমতা থানার পুলিশ গিয়েছিল আনিসের বাড়িতে। কিন্তু পুলিশ তাকে হত্যা করেনি। নিজের বাড়ির পাইপ বেয়ে নামতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে।' সিটের তদন্তেও এই সত্যই উঠে আসবে বলে দৃঢ় বিশ্বাসী শাসক দলের বিধায়ক।

তৃণমূল বিধায়কের পাইপ তত্ত্বের পর থেকেই সিটের তদন্ত নিয়ে আরও জোড়াল প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, আগাগোড়াই রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের ভূমিকা নিয়ে সরব আনিস খানের পরিবার। সত্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার।

কী বলছেন আনিসের দাদা?

শওকত মোল্লার দাবি অবশ্য ফুতকারে উড়িয়ে দিয়েছেন আনিসের দাদা সাবির খান। সারদা দক্ষিণপাড়া গ্রামে বাড়ির সামনে দাঁড়িয়ে সাবির বলেন, 'আমাদের বাড়ির বাইরের দিকে কোথাও পাইপ দেখতে পাবেন না। সেদিনও ছিল না, আজও নেই। তাহলে উনি (শওকত মোল্লা) কীভাবে বললেন যে পাইপ বেয়ে নামতে গিয়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে?'

ছাত্রনেতার মৃত্যু ঘিরে টানাপোড়েন অব্যাহত। তার মাঝ শওকত মোল্লার পাইপ-তত্ত্ব নয়া মাত্রা যোগ করল।

tmc Anis Khan Murder Anis Khan death
Advertisment