Advertisment

আনিস খান মৃত্যুরহস্য: হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ভবানী ভবনে তলব

রবিবার আনিসের বাড়িতে যান বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব-অভিনেতা কৌশিক সেন এবং সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Anis Khan

আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। এক্সপ্রেস ফটো-পার্থ পাল

আমতার ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে বিক্ষোভ অব্যাহত। রবিবার এই ঘটনায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায়কে ভবানী ভবনে তলব করা হল। ঘটনার বিস্তারিত রিপোর্ট পুলিশ সুপারের কাছ থেকে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এদিনও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

Advertisment

এদিন ফরেন্সিক টিম নিয়ে আনিসের বাড়ি যায় পুলিশ। সংগ্রহ করা হয় নমুনা। ঘটনার দেড়দিন পেরিয়ে গেলেও মৃত্যুরহস্যের কিনারা এখনও হয়নি। পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে আমতায় আনিস খানের বাড়িতে গিয়েছিল ‘পুলিশ’। তিন সিভিক ভলান্টিয়ার ও এক পুলিশ অফিসার গিয়েছিলেন। ওই চারজনই জোর করে বাড়ির তিনতলায় উঠে যায়। কিছু পরেই ভারী কিছু উপর থেকে নীচে পড়ার আওয়াজ পেয়েই ছুটে যান বাড়ির লোকেরা। তাঁরা দেখেন, আনিস পড়ে রয়েছে। প্রাথমিকভাবে আনিসের বাড়ির লোকেদের দাবি, সেই সময় যারা বাড়িতে এসেছিল তারাই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আনিসকে। অর্থাৎ তাঁদের ইঙ্গিত ‘পুলিশের’ দিকেই।

যদিও আমতা থানার তরফে জানানো হয় যে, শুক্রবার রাতে কোনও পুলিশ আনিস খান নামের কোনও ছাত্রের বাড়িতে যায়নি। প্রশ্ন উঠছে যে, তাহলে গত রাতে যে তিন সিভিক ভলান্টিয়ার, এক পুলিশ অফিসার আনিসের বাড়িতে ঢুকেছিলেন তাঁরা কারা? ফলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। পুলিশের অনুমান, পুলিশের উর্দি পরে আততায়ীরা আনিসের বাড়িতে ঢুকে এই কাণ্ড করেছে। আনিসের বাবা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদ আছড়ে পড়ল কলকাতায়, অবরুদ্ধ পার্কসার্কাস

এদিকে, রবিবার আনিসের বাড়িতে যান বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব-অভিনেতা কৌশিক সেন এবং সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। তাঁরা আনিসের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। কৌশিক সেন বলেছেন, "একটা প্রতিবাদী মুখ, জনপ্রিয় ছাত্র-যুবককে প্রকাশ্যে খুন করা হল আর প্রশাসন নির্বিকার! মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আমাদের আর্জি দ্রুত এর তদন্ত করে দোষীদের উচিত শাস্তি দিন।"

CID Bhawani Bhavan Anis Khan Murder
Advertisment