TMC: তৃণমূলের বিরাট নেতাকে খুনের বিশাল চক্রান্ত ফাঁস! সীমাহীন আতঙ্কে পুলিশের দ্বারস্থ পরিবার

Tmc leader : কোনও একটি সূত্র মারফত এই খবর আগেভাগে পেয়ে যান ওই তৃণমূল নেতা। পুলিশে অভিযোগ দায়ের।

Tmc leader : কোনও একটি সূত্র মারফত এই খবর আগেভাগে পেয়ে যান ওই তৃণমূল নেতা। পুলিশে অভিযোগ দায়ের।

author-image
Madhumita Dey
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

Malda news :ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে খুনের জন্য চক্রান্তের অভিযোগ। চক্রান্তে শামিল বিহারের দাগি অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি। সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। আতঙ্কে পরিবার। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ বিরোধীদের। দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। 

Advertisment

মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান। জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী। বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে।

ভাড়া করা হয়েছে শার্প শুটার।সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন । তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ইমেইল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে। 

Advertisment

কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয়। তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে। কেনই বা চক্রান্ত করছে। এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই নেতা। তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি।

tmc police Malda