Digha: পর্যটকদের সুরক্ষার কথা ভেবে দিঘায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। একইসঙ্গে দিঘাকে নতুন করে সাজাতে নানা কর্মকাণ্ড তো জারি রয়েছেই। এবার সমুদ্রনগরীতে পর্যটকদের (Tourists) সুরক্ষায় আরও এক তৎপরতা প্রশাসনের। পর্যটকদের কাছে দিঘাকে আরও বেশি নিরাপদ-সুরক্ষিত করতে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
ওল্ড দিঘার (Digha) সমুদ্র সৈকতের কোনও কোনও জায়গায় নরম সবুজ শ্যাওলায় প্রায়শই বহু পর্যটককে পা পিছলে পড়তে দেখা গিয়েছে। সাবধান না হলে যে কেউ ওই শ্যাওলায় পা পিছলে পড়বেনই! এবার এই সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)। ওল্ড দিঘার (Old Digha) বিপজ্জনক এই ঘাটগুলিতে একপলকে শ্যাওলার সমাহার দেখলে মনে হবে যেন সবুজ কার্পেট পাতা রয়েছে। পর্যটকদের একটি বড় অংশ সেখানেই দাঁড়িয়ে সমুদ্রের মনোরম দৃশ্য পিছনে রেখে সেলফি (Selfie) তুলছেন অহরহ। এতেই প্রায়শই ঘটছে বিপদ।
এমনকী এক্ষেত্রে পা হড়কে পড়ে গিয়ে সমুদ্রে ভেসে চলে যাওয়ার আশঙ্কাও প্রবল। বর্তমানে দিঘা সি বিচের (Digha Dea Beach) বেশ কিছু জায়গায় এই ধরনের বিপজ্জনক শ্যাওলা রয়েছে। এই শ্যাওলা তুলতেই এবার বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। একসময় দিঘা বেড়াতে গিয়ে এই শ্যাওলার উপর দিয়ে হাঁটতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র (Madan Mitra) সজোরে আছাড় খেয়েছিলেন। সেই ভিডিও সর্বত্র ভাইরাল (Viral) হয়েছিল।
আরও পড়ুন- Premium: ‘কন্টকাকীর্ণ’ পথ পেরিয়ে জীবনপণ সংগ্রাম! মূক-বধির তরুণীর দুর্ধর্ষ জেদের এই লড়াইকে কুর্ণিশ!
বিশেষ করে ওল্ড দিঘার পাথরের ঢালাই করা ঘাট সহ কয়েকটি বিচে এই ধরণের ঘন সবুজের শ্যাওলা দেখা গিয়েছে। শুধু শ্যাওলাই নয়, শ্যাওলার ভেতরে ব্লেডের ন্যায় ধারালো ছোট ছোট ঝিনুকও রয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক। বছর তিনেক এই শ্যাওলার উৎপত্তি ঘটেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। বারে বারে এমন ঘটনা ঘটতে থাকায় প্রশাসনের তরফে এবার ওল্ড দিঘার এক নম্বর এবং দু'নম্বর ঘাটে শ্যাওলার উপর হাঁটা ও স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন- Aadhaar: চটজলদি ‘বাম্পার স্ট্রোক’! বাতিল আধার নিমেষেই সক্রিয়, কোন ‘জাদুবলে’ জানেন?
পর্যটক ও স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই সময়মতো শ্যাওলা পরিষ্কার করা হচ্ছে না। যদিও বর্তমানে প্রশাসন অবশ্য নড়েচড়ে বসেছে। বিপজ্জনক ওই ঘাটগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নুলিয়াদেরও নির্দেশিকা দেওয়া হয়েছে। মহকুমা শাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, শ্যাওলার বিষয়টি বিপজ্জনক। সব সময় ওই শ্যাওলা পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে না। যে কারণে ঘাট গুলিতে স্নান করা বা অবাধ চলাফেরা করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সচেতনতার জন্য আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।