Advertisment

জালে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, চার দিনের CBI হেফাজত

আগেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI

মোবাইল পুকুলে ছুড়ে ফেলেও শেষরক্ষা হল না। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই শেষ পর্যন্ত গ্রেফতারই করল মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সিবিআইকে দেখে পালানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু, লাভ কিছু হয়নি। প্রায় টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকরা হল এই তৃণমূল বিধায়ককে। গোয়েন্দারা আগেই জানতে পেরেছিলেন, জীবনকৃষ্ণ সাহার কাছে নিয়োগ দুর্নীতি নিয়ে বিপুল পরিমাণ তথ্য রয়েছে। সেই মতো তাঁরা হাতে পেতে চাইছিলেন এই তৃণমূল বিধায়ককে। বিকেলে জীবনকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ মঞ্জুর হয়েছে।

Advertisment

তথ্য ও প্রমাণ লোপাট করার জন্য যে পুকুরে তিনি নিজের মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন, পুকুরের জল তুলে ফেলে সেই ফোন উদ্ধার করেছেন সিবিআই কর্তারা। তবে, মধ্যে পেরিয়ে গিয়েছে প্রায় ৩৮ ঘণ্টা। তারপরও সিবিআইয়ের বিশেষজ্ঞরা মনে করছেন, পুকুরের জলে দীর্ঘক্ষণ পড়ে থাকলেও মোবাইলের তথ্য উদ্ধার করা সম্ভব।

জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় ফোনও ওই পুকুরেই রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। তবে, এখনও তা পাওয়া যায়নি। কিন্তু, মোবাইল ফোন ছুড়ে ফেলার ঘটনার পুনর্নির্মাণ করার পর সিবিআই আধিকারিকরা নিশ্চিত, দ্বিতীয় ফোনটিও পুকুরেই আছে। হয়তো তা পুকুরের কাদায় আটকে আছে। সেই ফোন উদ্ধারের জন্য কাদা তুলে ফেলতে জেসিবি মেশিনও নিয়ে আসা হয়েছে।

এই পরিস্থিতিতে জীবনকৃষ্ণ সাহার পুকুরে ফোন ফেলে দেওয়া। আর, তারপরই ছুটে পালানোর চেষ্টা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। কংগ্রেস এবং সিপিএমের নেতৃত্ব একসুরেই বলেছেন, অপরাধের ভাবনা থেকে, অপরাধের বোধ থেকে ওই বিধায়ক ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন। আর, তিনি ছুটে পালানোর চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন- কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি বিজেপির

বিজেপির বিধায়ক শমীক ভট্টাচার্যের আবার টিপ্পনি, ওই বিধায়কের কার্যকলাপ দেখে মনে হয়েছে যে তিনি 'অ্যাথলিটদের মত তৎপর'। প্রতিক্রিয়া জানাতে গিয়ে পালটা মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসও। দলের অন্যতম নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলায় কোনও কেন্দ্রীয় এজেন্সি কখনও তদন্ত চালাতে গিয়ে বাধা পায়নি। তৃণমূলের জমানায় ভবিষ্যতেও কেন্দ্রীয় এজেন্সিদের বাধা দেওয়া হবে না।

MLA Arrest cbi
Advertisment