বিজেপির গোষ্ঠীকোন্দলে গত পরশুই উত্তেজনা ছড়িয়েছিল বীরভূমের খয়রাশোলে। যার রেশ শুক্রবার ভোরে ধরা পড়ল শান্তিনিকেতনে। লালা মাটির শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল বিজেপি নেতা অনুপম হাজরা বিরোধী পোস্টার। ওইসব পোস্টারে দলের কেন্দ্রীয় সম্পাদককে 'সেটিংবাজ, অকালকুষ্মান্ড' বলে কটাক্ষ করা হয়েছে। পোস্টারে রয়েছে ২০১৯ সালের লোকসভা ভোটের দিন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপমের ছবি। 'আদি বিজেপি কর্মীবৃন্দ'-র তরফে পোস্টারগুলি দেওয়া হয়েছে বলে সেখানে উল্লেখ রয়েছে।
এর পাল্টা অনুপম হাজরা সোশাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে, 'আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রতিষ্ঠিত চোর, দুর্নীতিগ্রস্ত, এবং সেটিং-বাজ দের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রাখা হয়েছে !!! তাই আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি !!! আর সেটা শুনে যে চোরের সবথেকে বেশি রাগ হয়েছে, যার জেলা কমিটির মিটিং'এ ঠিকমতো কোরাম অব্দি হয় না, সেই চোর রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার মারা করিয়েছে।'
আরও পড়ুন- ‘হাত-পা প্যারালাইসিসের জায়গায় যাচ্ছে’, ইডির জিম্মায় আর কী কী হচ্ছে বালুর?
পোস্টার বিতর্কে বিজেপি-র তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ কোনও মন্তব্য করেননি। তবে মুখ খুলেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর কথায়, 'অনুপম হাজরা মাঝে মধ্যে ঠিক বলে ফেলেন। তাই ওকে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। বিশ্বভারতীয় ফলক, উপাচার্যকে নিয়ে বোলপুরের বাসিন্দা হিসাবে অনুপম যা বলেছেন তা তো ঠিক বলেছেন। কিন্তু সেটা বিজেপির লাইন নয়। তাই ওর বিরুদ্ধে এখন এসব করা হচেছে। এইসবেই প্রমাণিতবাংলায় বিজেপি কতটা গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ।'
গত বেশ কিছুদিন ধরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। কেন দলের আদি নেতা, কর্মীদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দলের অন্দরে স্বজনপোষন চলছে বলেও প্রকাশ্যে অভিযোগ করেছেন অনুপম। এরপরই গত বুধবার খয়রাশোলে অনুপমের সভামঞ্চে ভাংচুরের অভিযোগ ওটে দলেরই একাংশের বিরুদ্ধে।
আরও পড়ুন- শান্তিনিকেতনে ফিরবে পৌষমেলা-বসন্ত উৎসব? বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে চর্চা জোর!
ওইঅ ঘটনার পর সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে অনুপম বলেছিলেন যে, ' আমার রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এলাকায়, নির্বাচনী ক্ষেত্রে একটু মন দিন। পরেরবার জিততে পারবেন কিনা সেটা দেখুন।' পাল্টা বঙ্গ বিজেপি সভাপতি বলেন, ' বুথ সভাপতি হোক কিংবা বা যে কেউ, আমি হই না কেন, এমন যদি কোনও কাজ করি, যাতে তৃণমূলের সুবিধা হচ্ছে, বিজেপির ক্ষতি হচ্ছে, তাহলে বুঝতে হবে, ডাল মে কুছ কালা হ্য়ায়।' অর্থাৎ অনুপমের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ ইঙ্গিতে করেছিলেন সুকান্তবাবু।
এসবের কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল অনুপম বিরোধী পোস্টার, যেখানে বিজেপির কেন্দ্রীয় সম্পাদককে 'সেটিংবাজ-অকালকুষ্মান্ড' বলে দাবি করে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়েছে।