যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক করল অ্যান্টি র্যাগিং কমিটি। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য বুদ্ধদেব বৈঠক ডেকেছিলেন। দুপুর ২টোয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত বিভাগের প্রধানরা। বৈঠকে ইউজিসির নির্দেশিকা মেনে পড়ুয়াদের র্যাগিং-বিরোধী কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। একইসঙ্গে, স্নাতক থেকে স্নাতকোত্তর- সমস্ত পড়ুয়াদের ভয় কাটানোর সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হয়েছে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যে অধ্যাপকরা পড়ুয়াদের মেন্টর হিসেবে কাজ করেন, তাঁদের সঙ্গেও আলাদা বৈঠক করা হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, র্যাগিং এবং বিশ্ববিদ্যালয় চত্বরে দাদাগিরি রুখতে কমিটি এরপর আরও তৎপর হবে। প্রয়োজনে এই ব্যাপারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যও নেওয়া হবে। অ্যান্টি র্যাগিং কমিটির যে সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে ২ কিলোমিটারের মধ্যে থাকেন, তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, এমন ঘটনার ফোন পেলেই দ্রুত বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে। পাশাপাশি, হস্টেল এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে কমিটি। গত চার বছর বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্র নির্বাচন। সেই নির্বাচন দ্রুত করে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনারও সিদ্ধান্ত অ্যান্টি র্যাগিং কমিটি নিয়েছে। কবে নির্বাচন, তা দ্রুত সরকারকে জানিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বৈঠকে বিভাগীয় প্রধানরা জানিয়ে দিয়েছেন যে তাঁদের বিভাগে সিসিটিভি লাগাতে কোনও অসুবিধা নেই। সেক্ষেত্রে সিসিটিভি কোথায় লাগানো হবে, তা পরে স্থির হবে।
আরও পড়ুন- ইমাম-মোয়াজ্জেমদের ভাতা নিয়ে বিরাট ঘোষণা মমতার, যাদবপুরের ছাত্রমৃত্যুতে কাকে নিশানা?
সম্প্রতি যাদবপুরে হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে বাংলা প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনায় র্যাগিংয়ের অভিযোগে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শেষ ধৃত প্রাক্তনী জয়দীপ ঘোষকে জেরা করে আরও ১১ জনের নাম জানা গিয়েছে। ওই ১১ জনও ঘটনার দিন হস্টেলে উপস্থিত ছিল বলেই পুলিশ জানতে পেরেছে। তাদেরও জিজ্ঞাসাবাদের কথা ভাবছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে লালবাজারে জিজ্ঞসাবাদ করেছেন পুলিশকর্তারা। সোমবার রজত রায়কে ডেকে পাঠিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।