যাদবপুরের র্যাগিং কাণ্ড টনক নড়িয়ে দিয়েছে গোটা দেশের। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুজোর মুখেই র্যাগিং রুপী অসুরকে বধ করতে আসরে নামল কলকাতার তিন বাঙালি গবেষক। র্যাগিং মোকাবিলায় "অ্যান্টি র্যাগিং স্মার্ট সিকিউরিটি ডিভাইস কিট"বা নিয়ে চমকে দিয়েছেন তিন বাঙালি গবেষক।
নিউ আলিপুরের ইন্দ্রনীল দাস, যাদবপুরের শঙ্খদীপ ঘোষ, হুগলির অয়ন ব্যাগ মিলে তৈরি করে ফেলেছেন এই ‘অ্যান্টি র্যাগিং’ স্মার্ট কিট। তাঁদের তিন জনের দাবি যে কোন ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়লেই নিরাপত্তায় কাজে আসবে এই স্মার্ট কিট।
অভিনব এই আবিষ্কার প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, “আমরা গত ১ বছর থেকে এই ধরণের একটি ডিভাইস নিয়ে কাজ করে চলেছি। এবং সম্প্রতি আমরা তা সামনে আনতে পেরেছি। এমন এক সময়ে এই কিট সামনে আনা হয়েছে যখন যাদবপুরের মত অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের শিকারের মৃত্যু হয়েছে এক পড়ুয়ার। দুর্গাপুজোর আগেই এই স্মার্ট কিট বাণিজ্যিক ভাবে বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমাদের। এর ফলে বাবা-মায়েদের তাদের সন্তানদের নিয়ে চিন্তা খানিকটা হলেও কমবে”।
অ্যান্টি র্যাগিং স্মার্ট সিকিউরিটি ডিভাইসটি স্মার্ট সিকিউরিটি বাল্ব, স্মার্ট শার্ট, এবং স্মার্ট মোবাইল কভার হিসাবে তৈরি করা হয়েছে। মোবাইল কভারটি চার্জ করা যায়। ব্লু টুথের মাধ্যমে সহজেই কানেক্ট করা যাবে।
কীভাবে কাজ করবে এই অ্যান্টি র্যাগিং কিট? যে কোন ধরণের প্যানিক সিচুয়েশনের ক্ষেত্রে, আপনার স্মার্ট শার্টে মোবাইল কভারটি স্পর্শ করালেই অ্যাপ থেকে নির্বাচিত কন্টাক্ট-এ লাইভ লোকেশন সহ মেসেজ পৌঁছে যানে। একই সময়ে, জ্বলে উঠবে স্মার্ট সিকিউরিটি বাল্বটি। স্মার্ট সিকিউরিটি বাল্বের ভিতর থেকে একটি অ্যালার্টও বেজে উঠবে। ফলে সহজেই মিলবে সুরক্ষা।
আগামী পুজোয় এই স্মার্ট কিট বাজার জাত করার পরিকল্পনা রয়েছে তিন উদ্যোক্তার। দামের বিষয়ে ইন্দ্রনীল জানিয়েছেন, তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই মিলবে কার্যকর এই ডিভাইস। সেই সঙ্গে তিনি জানান, যাদব সুলেখা মোড়, বজবজের আউটলেট থেকে ক্রেতারা এই স্মার্ট অ্যান্টি র্যাগিং কিট কিনতে পারবেন। র্যাগিং নামক সামাজিক ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করতে তিন বাঙালি গবেষকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল শ্রেণীর মানুষ।