Advertisment

অভূতপূর্ব সাফল্যে ফের 'বাংলা শ্রেষ্ঠ' কীর্তিমান! সোনার সম্মানে বাঁধভাঙা উচ্ছ্বাস!

একাদশের পড়ুয়ার বেনজির সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, খুশি এলাকাবাসীরাও।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
anubrata from malda gets first position in bangiyo bhugol mancha pariksha

মায়ের সঙ্গে কৃতী পড়ুয়া অনুব্রত ঘোষ। ছবি: মধুমিতা দে।

নজিরবিহীন সাফল্য ঝুলিতে পুরে সাড়া ফেলে দিয়েছে মালদহের একাদশের পড়ুয়া। পরিবারের সদস্যরা তো বটেই সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া বিজ্ঞানের এই ছাত্রের সাফল্যে গর্বিত এলাকাবাসীরাও। বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় আবারও রাজ্যে প্রথম হয়ে নজির সৃষ্টি করেছে মালদহের কৃতী ছাত্র অনুব্রত ঘোষ।

Advertisment

এবছর মাধ্যমিকেও মেধা তালিকায় স্থান পেয়েছিল মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অনুব্রত। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে আয়োজিত বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হলেও একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে কৃতী এই পড়ুয়া।

ছোটবেলা থেকেই তার ভূগোল প্রিয় বিষয় হলেও আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে অনুব্রতর। তাই আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছে ওই ছাত্র। ছোটবেলা থেকেই ভূগোলের প্রতি তার যথেষ্ট দক্ষতা। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়েও বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় প্রথম হয়েছিল অনুব্রত। তারপর সপ্তম শ্রেণীতে এই পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল। মাধ্যমিক স্তরে ভূগোল অন্বেষণ পরীক্ষায় আবারও প্রথম হয়ে মেধার প্রমাণ দিল কৃতী পড়ুয়া।

আরও পড়ুন- দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার! শিউরে ওঠা বর্ণনা শোনালেন নির্যাতিতার মেয়ে

মালদহ শহরের এক নম্বর গভমেন্ট কলোনির বাসিন্দা ও ভূগোলের শিক্ষক অরবিন্দ ঘোষের একমাত্র ছেলে অনুব্রত ঘোষ। মা বীণাপানি ঘোষ গৃহবধূ। ছেলের এমন সাফল্যে খুশি বাবা ও মা। দশম শ্রেণীর বিভাগে অনুব্রত রাজ্যে প্রথম হওয়ার পাশাপাশি ষষ্ঠ শ্রেণী বিভাগে মালদহ শহরের বার্লো গার্লস স্কুলের ছাত্রী দিশা মণ্ডলও রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। জেলায় মোট দু'জন বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্য স্তরে সফল হয়েছে।

প্রতি বছর বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে এই বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে থাকে রাজ্য জুড়ে। মাঝে দুই বছর করোনা পরিস্থিতিতে পরীক্ষা হয়নি। ২০২২ সালের সমস্ত বিভাগ মিলিয়ে বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলায় জেলায়। ২০২২ সালের ১৮ই সেপ্টেম্বর এই পরীক্ষা হয়েছিল। ১৬ জুলাই রাজাবাজার বিজ্ঞান কলেজের মেঘনাথ সাহা অডিটোরিয়ামে বঙ্গীয় ভূগোল মঞ্চের পক্ষ থেকে মেধা তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও বঙ্গীয় ভূগোল মঞ্চের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরের পরীক্ষায় অনুব্রতের ভাল ফলাফলে খুশি সকলেই।

Maldah West Bengal award
Advertisment