দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে? আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এ নিয়ে ঘণ্টায় দু'য়েকের শুনানি শেষেও উত্তর জানা গেল না। ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কিনা সেব্যাপারে আদালত রায় জানাবে আগামী সোমবার।
শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডল-মামলার শুনানি চলে। ২ ঘণ্টা ধরে চলে সওয়াল-জবাব। শুনানিতে সায়গল মামলার উদাহরণ টেনে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইডির আইনজীবী। তবে আদালতের এব্যাপারে এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তোলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতির আইনজীবী। পাল্টা ইডির আইনজীবী দাবি করেন, এব্যাপারে আদালতের সম্পূর্ণ এক্তিয়ার রয়েছে।
এদিন ঘণ্টা দু'য়েক ধরে রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত-মামলার শুনানি চললেও রায় জানানো হয়নি। আগামী সোমবার এব্যাপারে রায় জানাবে রাউস অ্যাভিনিউ কোর্ট। উল্লেখ্য, সিবিআই গ্রেফতার করার পর ইডিও গরু পাচার মামলায় হেফাজতে পেয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে-বেনামে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- নবান্নে শাহ-মমতা আলাদা কথার সম্ভাবনা প্রবল, নিরাপত্তা বৈঠকের পরেই হতে পারে আলোচনা
এর আগে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করেছে ইডি। এদিন সায়গল মামলার প্রসঙ্গ তুলে ধরে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন জানায় ইডি। তবে শুরু থেকেই এব্যাপারে ঘোরতর আপত্তি রয়েছে কেষ্ট মণ্ডলের। যা জেরার তা বাংলাতেই হোক, এমনটাই চান অনুব্রত। তবে ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে মরিয়া হয়ে উঠেছে।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এদিন অনুব্রতর দিল্লি-যাত্রা এড়াতে নানা যুক্তি খাড়া করেন তাঁর আইনজীবীরা। পাল্টাা সেইসব যুক্তি খণ্ডনেরও চেষ্টা চালিয়ে গিয়েছেন ইডির আইনজীবী। ২ ঘণ্টার সওয়াল-জবাব এদিন শুনেছেন বিচারক। তবে তিনি তাঁর রায় এখনও দেননি। আগামী সোমবার এই মামলার রায়দান হবে। অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কিনা তা স্পষ্ট হবে আগামী সপ্তাহের প্রথম দিনেই।