Sheikh Shahjahan-Anubrata Mandal: ঠিক এর আগে যে কায়দায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছিল, ওই একই কায়দায় সন্দেশখালির শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) জালে পুরেছে ED।
প্রথমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI। পরে তাদের হাত থেকে কেষ্ট মণ্ডলকে হেফাজতে নেয় ইডি। শাহজাহানের ক্ষেত্রেও প্রথমে CID-র হাত ঘুরে CBI ও সম্প্রতি ইডি-ও তাকে গ্রেফতার করেছে। তবে কি শেখ শাহজাহানেরও তিহাড় যাত্রায় আর বেশি দেরি নেই? ইঙ্গিতটা কিন্তু রয়েই গিয়েছে।
আরও পড়ুন- Premium: তাবড় রাজ্যকে তুখোড় টেক্কা! অকল্পনীয় সাফল্য মুঠোয়! দুর্ধর্ষ দক্ষতায় ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার শিক্ষক!
গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার করা হয়েছিল বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) ইডি গ্রেফতার করে। বর্তমানে স্ব-কন্যা দিল্লির তিহাড় জেলেই রয়েছেন কেষ্ট মণ্ডল। বারবার তাঁদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এদিকে, রেশন দুর্নীতি (Ration Scam) কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির (Sandeshkhali) অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তার বিরুদ্ধে আবার ইডির অফিসারদের মারধরের অভিযোগও রয়েছে।
আরও পড়ুন- Kolkata Weather Today: আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা, কাল থেকে আরও বড় হাওয়া বদল!
প্রথমে CID তাকে গ্রেফতার করে। পরে CBI শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয়। সম্প্রতি আদালতের অনুমতি নিয়ে বসিরহাট জেলে গিয়েছিল ইডি। জেরার পর শেখ শাহজাহানকে ইডি গ্রেফতার করেছে। এতেই জল্পনা বাড়ছে। তবে কি এবার শেখ শাহাজানকেও তিহাড়ে নিয়ে যেতে চায় এই কেন্দ্রীয় সংস্থা? নজর সেদিকেই।