বেআইনিভাবে নিয়োগের জেরে ইতিমধ্যেই চাকরি খুইয়ে বেতন ফেরাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। এবার অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরির বৈধতা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে আজই হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গরু পাচার মামলায় বাবা অনুব্রত মণ্ডল আষ্ঠেপৃষ্টে জড়াতেই গোয়েন্দাদের স্ক্যানারে চলে এসেছেন কন্যা সুকন্যাও। বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরিতে নিয়োগ নিয়ে তোলপাড় ফেলে দেওয়া অভিযোগ জমা পড়ে কলকাতা হাইকোর্টে।
আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা-সহ তাঁর ঘনিষ্ঠ ছয় আত্মীয় শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি চাকরি পেয়েছেন। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, ভাই সুমিত মণ্ডল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্ক দত্ত, ভাইপো সাত্যকী মণ্ডল ও আরও দুই ঘনিষ্ঠ কস্তুরি চৌধুরী ও সুজিত বাগদির চাকরির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- দানা বাঁধছে আরও একটি নিম্নচাপ, জোরালো বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিতে নিয়োগ নিয়ে এই বিস্ফোরক অভিযোগ পেয়েই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে আজই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে কেষ্ট মণ্ডলের আরও পাঁচ ঘনিষ্ঠকে।
গরু পাচার মামলার তদন্ত নেমে চোখ কপালে ওঠার জোগাড় সিবিআইয়ের দুঁদে অফিসারদের। গতকালই অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ১৭ কোটি টাকা ফ্রিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই টাকার উৎস কী? বারবার জেরাতেও মুখ খোলেননি কেষ্ট। এছাড়াও কেষ্ট কন্যার নামে থাকা বিপুল সম্পত্তি নিয়েও তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল, এমনই খবর সূত্রের।