সম্ভবত অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়শা কাটল। হাইকোর্টের নির্দেশ মেনেই কলকাতায় আনতে হবে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। কলকাতা পর্যন্ত অনুব্রত মণ্ডলের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকেই। আসানসোল জেল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিন স্পষ্ট নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের।
এদিন ঠিক কী জানালেন বিচারক?
কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা না কাটায় আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় জেল কর্তৃপক্ষ। এপ্রসঙ্গে বিচারক জানান, হাইকোর্টের নির্দেশ মেনেই কলকাতায় আনতে হবে অনুব্রত মণ্ডলকে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চিকিৎসকরা ফিটনেস সার্টিফিকেট দিলে হাসপাতালেই ইডির হাতে হস্তান্তর করা হবে অনুব্রত মণ্ডলকে। তারপর ইডি তাঁকে নিয়ে যাবে দিল্লিতে।
আরও পড়ুন- প্রাণঘাতী জ্বর-সর্দি! বিসি রায়ে এবার শ্বাসকষ্টে প্রাণ খোয়াল ৮ মাসের শিশু
উল্লেখ্য, ৪ মার্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আসানসোল জেল কর্তৃপক্ষের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পর্যাপ্ত বাহিনী পাঠানোর কথা বলে জেল কর্তৃপক্ষ। তবে কমিশনারেট জানিয়ে দেয়, অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালে নিয়ে যেতে বলেছে হাইকোর্ট, রাজ্য পুলিশ এক্ষেত্রে কী করে বাহিনী পাঠাবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই বক্তব্য ইডি-কে জানিয়েও দিয়েছিল জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- দোল ভাসাবে বৃষ্টি ? কী বলছে হাওয়া অফিস? জেনে নিন লেটেস্ট আপডেট
শেষমেশ জট কাটাতে এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় জেল কর্তৃপক্ষ। বিচারক হাইকোর্টের নির্দেশ মেনেই সব প্রক্রিয়া চলবে বলে স্পষ্ট করে দেন। মোটের উপর সম্ভবত কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে জটিলতার এখানেই অবসান হল। বাংলার জেল ছেড়ে কেষ্ট মণ্ডলের তিহাড়-বাস এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।