জন্মাষ্টমীর দিনই মহা ফাঁপড়ে কেষ্ট! শেষমেষ ইডি'র আবেদনেই সাড়া

এবারও তাহলে পুজোর আগে আর বীরভূম ফেরা হচ্ছে না অনুব্রত মণ্ডলের।

এবারও তাহলে পুজোর আগে আর বীরভূম ফেরা হচ্ছে না অনুব্রত মণ্ডলের।

author-image
IE Bangla Web Desk
New Update
ED summoned four people close to Anubrata Mondal in cow smuggling case , গরু পাচার মামলায় এবার অনুব্রতর ঘনিষ্ঠ চারজনকে তলব করেছে ইডি

চিন্তা বাড়ল অনুব্রত মণ্ডলের।

বিরাট চাপ বাড়ল অনুব্রত মণ্ডলের। আসানসোলের সিবিআই আদালত থেকে গরু পাচার সংক্রান্ত সিবিআইয়ের দায়ের করা সব মামলা স্থানান্তরিত হল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। বুধবার এই নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এই নির্দেশের ফলে, গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের যাবতীয় বিচারের শুনানি এবার হবে দিল্লির আদালতে।

Advertisment

গত ২৮ জুলাই গরু পাচার সংক্রান্ত মামলা দিল্লির আদালতে সরানোর আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই আবেদনই মঞ্জুর করল আসানসোল সিবিআই আদালত। ১১ এপ্রিলের মধ্যে গরুপাচার মামলার সমস্ত কেস রেকর্ড দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ফ্ল্যাট প্রতারণা মামলা: নুসরতের পর আরও এক অভিনেত্রীকে ইডি’র তলব

Advertisment

গরু পাচারের মামলা প্রথম থেকেই আসানসোল সিবিআই আদালতে চলছিল। ইডি সেই মামলা রাউস অ্যাভিনিউ আদালতে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিল। এই স্তানান্তর প্রয়োজন কেন? প্রথমে ইডি আদালকে তা বোঝাতে ব্যর্থ হয়। কিন্তু বুধবার ইডির তরফে ২০০৫ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। ওই বিজ্ঞপ্তি অনুসারে, ইডি আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতেই পারে।

তবে, ইডির আইনজীবীর পেশ করা সেই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তাঁর আর্জি ছিল, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন যেন এই আবেদন স্থগিত রাখা হয়। আসানসোল বিশেষ সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী দু'পক্ষের সওয়াল জবাব শুনে এবার দিল্লিতেই গরু পাচার সংক্রান্ত সব মামলার শুনানি স্থানান্তরিত করার নির্দেশ দেন।

anubrata mondal cbi Cow Smuggling saigal hossain