Anubrata Mondal: দিদি চটেছেন বুঝেই ডিগবাজি কেষ্টর! ক্ষমা চেয়েও তুললেন মারাত্মক অভিযোগ

Anubrata Mondal-TMC: আবারও জোরদার চর্চায় বীরভূমের দাপটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal-TMC: আবারও জোরদার চর্চায় বীরভূমের দাপটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mondal

Anubrata Mondal : অনুব্রত মণ্ডল।

বোলপুর থানার আইসিকে ফোনে গালিগালাজ করে বিরাট বিপাকে বীরভূম তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আইসিকে গালাগালিতে জোড়া ফুলের শীর্ষ নেতৃত্ব তার ওপর যারপরনাই ক্ষুব্ধ হয়। সেই সঙ্গে পুলিশ সুপারও তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। পরিস্থিতি বেগতিক বুঝেই ১৮০ ডিগ্রি ভোলবদল কেষ্ট মন্ডলের।

Advertisment

আইসিকে গালাগালি ইস্যুতে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিতে অনুব্রত মণ্ডল লিখেছেন, "পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ, তাদের অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। একবার কেন ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি অনেক রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়।সত্যিই আমি দুঃখিত।"

তিনি আরও লিখেছেন, " তিনটি মহকুমা রামপুরহাট, সিউড়ি,বোলপুরে বিশাল মানুষের মহা মিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর বোলপুরের আইসির সাথে ফোনের ফুটেজ পেল? কে দিল? কোনও চক্রান্ত নেই তো? "

Advertisment

উল্লেখ্য,সম্প্রতি একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে ফোনে ওই গলা অনুব্রত মণ্ডলের বলেই অধিকাংশ মহল নিশ্চিত।

এরপরই বীরভূমের পুলিশ সুপার আমনদ্বীপ বলেন, "বোলপুরের আইসি লিটন হালদার অভিযোগ করেছেন যে এখানে একজন স্থানীয় নেতা ওকে ফোন করে গালিগালাজ করেছেন। এই ঘটনার ক্ষেত্রে আমরা FIR দায়ের করেছি। যত কঠিন ব্যবস্থা নেওয়ার নেব। আইন অনুযায়ী সব পদক্ষেপ করা হবে।"

tmc Birbhum Anubrata Mandol