তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। এর আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার দু'টি লটারি জয়ের হদিশ পেয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। এবার সন্ধান মিলল আরও একটির। অর্থাৎ এখনও পর্যন্ত সুকন্যা মণ্ডলের মোট তিনটি লটারি জয়ের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, তৃতীয় লটারি জয়ের সুবাদে কেষ্ট (অনুব্রত মণ্ডলের ডাক নাম) কন্যা সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছিল ৫০ লক্ষ টাকা। এর আগের দু'টি লটারিতে মোট ৫১ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।
তদন্তকারীদের অনুমান, আরও কয়েকটি এইরকম আরও লটারির জয়ের সন্ধান মিলতে পারে। ফলে তদন্তে গতি বাড়াতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এ বছরের জানুয়ারিতে ডিয়ার লটারিতে অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকা জয়ের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। শুধু কেষ্টই নয়, তৃণমূলের জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী, শাসক দলের পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয়রাও কোটি টাকা জেতেন লটারিতে। ফলে সত্যিই ভাগ্যের জোরে, নাকি অন্যকোনও পক্রিয়ায় অনুব্রত সহ অন্যান্যরা লটারি জিতেছেন তার তদন্ত শুরু করে সিবিআই। তদন্ত এগোতে গত সপ্তাহে জানা যায় ওই প্রথম নয়, ২০১৯ সালেও ১০ লক্ষ টাকা লটারি জয়ের সুবাদে বীরভূম জেলা তৃণমূল সভাপতির অ্যাকাউন্টে জমা পড়েছিল। অর্থাৎ বাব-বেটি মিলিয়ে মোট পাঁচবার লটারি জিতেছেন অনুব্রত ও সুকন্যা।
ইতিমধ্যেই বিরোদী দলনেতা দাবি করেছেন, ডিয়ার লটারির সঙ্গে তৃণমূলের আঁতাঁত রয়েছে। লটারি জয়ের মাধ্যমে তৃণমূল নেতাদের কালো টাকা সাদা করা হচ্ছে। হাজার হাজার মানুষ লটারির টিকিট কিনে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। এরপরই অনুব্রতর লটারি জয়ের পন্থা জানতে তদন্তে নেমেছে সিবিআই।