কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা সভাপতির দিল্লি যাত্রা ঠেকাতে রক্ষাকবচ দিলেন না বিচারপতি বিবেক চৌধুরী। রাজধানী যাওয়া রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। আবেদনে সাড়া দেওয়ার বদলে অনুব্রতকেই ১ লাখ টাকা জরিমানা করা হয়। এর ফলে অনুব্রতকে মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনও বাধা রইল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সামনে।
কেন অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হচ্ছে না? ইডি-র আইনজীবীকে চলতি সপ্তাহেই প্রশ্ন করেছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচাকর। তারপরই 'হেভিওয়েট' তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোলের সিবিআই আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করা হয়। যা মঞ্জুর করে সিবিআই আদালত।
এরপরই দিল্লি যাত্রা আটকাতে কলকাতা ও দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত মণ্ডল। শুক্রবার দিল্লি হাইকোর্ট কেষ্টর আবেদন খারিজ করে দেয়। সেদিনই কলকাতা হাইকোর্টে একই আবেদনের শুনানি ছিল। তবে শুনানি শনিবার হবে বলে জানিয়েছিল কোর্ট। এদিন আদালতে অনুব্রতর আইনজীবী জানান, শারীরিকভাবে অসুস্থ তাঁর মক্কেল। পাল্টা ইডির পক্ষের আইনজীবী দাবি করেন, প্রয়োজনে দিল্লির এইমসে চিকিৎসা করানো যেতে পারে।
উভয় পক্ষের সওয়ালজবাব শেষে বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ, অনুব্রতের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। পাশাপাশি আকাশপথে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে। তার আগে রাজ্যের কোনও কেন্দ্রীয় হাসপাতালে কেষ্টর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে।