অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে তাঁর বিরাট উপলব্ধির কথা সোশাল মিডিয়া পোস্টে তুলে ধরলেন অনুপম হাজরা।
ছোট বেলায় যা পড়ার বইতে পড়েছিলেন, এতদিন বাদে তার বাস্তবে উপলব্ধি হয়েছে বলে দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। বুধবার সোশাল মিডিয়ায় অনুপম 'কাকা' কেষ্টর একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও-টিতে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে- 'তোমরা দু'জনা মিলে কত লাফালাফি করলে। লাভ হল? আমরা যে খেততে জানি, ভাল খেলা জানি, আমাদের মত কেউ খেলতে কেউ পারবে না।'
এই ভিডিও-র সঙ্গেই অনুপম লিখেছেন, 'ছোটবেলায় ইংরেজি ব্যাকরণে "TENSE" শেখার সময় পড়তাম - কারোর পেছনে 'ED' লাগলে তার কালের পরিবর্তন হয়…। তখন পড়েছিলাম …আর এতোদিনে উপলব্ধি করলাম…।'
অর্থাৎ, সময় পরীবর্তনশীল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করলে অভিযুক্তদের অবস্থার অদলবদল ঘটে। যা অনুব্রতকে দেখে বোঝা যাচ্ছে।
দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি আসলে 'ক্ষুদিরাম' বলে মঙ্গলবারই দাবি করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। অনুব্রতকে তাঁর পরামর্শ ছিল, 'বেচারাকে বীর বীর সম্মান দিয়ে ক্ষুদিরাম বানানো হল। আমার মতে ওঁর উচিত এখন রাজসাক্ষী হয়ে যাওয়া। ওঁর কাছে অনেক তথ্য আছে। উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, দলও ওঁর পাশে নেই।' বলেছিলেন, 'উনি তো সবই জানেন। তৃণমূলের জেলা সভাপতিদের মধ্যে একমাত্র তাঁরই দিদির বাড়ি অবধি যাতায়াত আছে। দিদির হাঁড়ির খবর জানেন উনি। এখানে চড়াম-চড়াম ঢাক যদি বাজানো যায় কালীঘাটের ভিতরের অনেক খবর বেরিয়ে আসবে।'
উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূলের টিকিটে বোলপুর লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন অনুপম হাজরা। কিন্তু ২০১৯ সালে দল বদল করে বিজেপিতে যোগ দেন অনুপম। যাদবপুর থেকে পদ্ম প্রতীকে নির্বাচন লড়লেও তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন। সেবার নির্বাচন চলাকালীন হঠাৎই অনুব্রত মণ্ডলের বাড়িতে চলে গিয়েছিলেন বিজেপির অনুপম। যা দেখে অবাক হয়েছিল বাংলা। সেই সাক্ষাতের পর অনুপম হাজরা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, 'আমি ছোটবেলায় কাকার কোলেও চেপেছি। একেবারে কাকা-ভাইপোর সম্পর্ক। রাজ্যের আর পাঁচজন রাজনীতিকের মতন নই যে অন্য রাজনীতির লোকের সঙ্গে কথা বলব না। শত্রু তো রাজনীতির ময়দানে। দিনের শেষে সবাই মানুষ। ফলে আজকে আমি বিরোধী বলে বোমা মারব, কাল আমি ওই দলেই ঝাঁপ মারব, আমি এসব পছন্দ করি না। রাজনীতি আলাদা জায়গায়, ব্যক্তিগত সম্পর্ক আলাদা জায়গায়।'